নিজস্ব প্রতিবেদক :
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির বরিশাল অফিসের ক্যামেরাম্যান পরিচয়ে প্রতারণা করায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বরিশালের বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করেছে প্রতারক রেজাউল সরদারকে। বানারীপাড়ার চাখার গ্রামের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে রেজাউল।

প্রতারক রেজাউল সরদারের প্রকৃত পেশা বার্নিশ কাঠমিস্ত্রী। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বরিশাল বাইশারী খেয়াপারাপারের সময় ট্রলারে অজ্ঞাত এক ব্যক্তিকে সময় টিভি বরিশাল ক্যামেরাম্যান পরিচয় দেয় রেজাউল। এসময় তার গায়ে একটি সময় টিভির লোগ সম্বলিত টিশার্ট পড়া ছিল। এমনি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অজ্ঞাত ব্যক্তি রেজাউলকে জিজ্ঞেস করলে তিনি ঐ পরিচয় দিলে জেরার মুখে পড়ে রেজাউল। পড়ে বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে প্রতারনার অভিযোগে বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করে।

তবে প্রতারক রেজাউল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

 

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

২০ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক আয়োজনে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহন্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি।

এছাড়াও উপস্থিত ছিলেনসাংবাদিক,মুক্তিযোদ্ধা, বিশিস্ঠজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া ৮ শত কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ এবং ৪ শত কৃষকের মাঝে নারিকেল চাড়া বিতরণ করা হয়েছে।

হিজলা প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া গরীব দুস্ত অসহায়দের চাল বেকারীর গোডাউন থেকে উদ্ধার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার সময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইয়াসিন সাদেক সরোজমিনে গিয়ে হরিনাথপুর বাজারে ভাই ভাই বেকারীর গোডাউন থেকে সরকারী চাল জব্দ করে।

পরে জব্দকৃত ৯ মন চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এর নিদের্শে উপজেলা সহকারী ভুমি কমিশানারের হেফাজতে নিয়ে যায়।

জানাযায় প্রধানমন্ত্রী গরীব দুস্ত অসহায় জনগোষ্ঠীর জন্য ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল উপহার দিয়ে থাকেন।

গত শনিবার উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি চাল বিতরণ করছেন।তখন ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে ৯ মন চাল নিয়ে ভাই ভাই বেকারীর গোডাউনে রাখেন।

এ বিষয়ে গোডাউনের মালিক আবদুর রহমান জানায় ঈদের আগের দিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না পেয়ে এ চাল আমার গোডাউনে রাখেন।

ইউপি সদস্য সায়েদ বেপারী জানায় গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে।সেখানে ৫ জন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল।তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের ভাই ভাই বেকারীর গোডাউনে মালিক আবদুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি।

উপজেলা সহকারী ভুমি কমিশনার ইয়াসিন সাদেক বলেন গোপন সংবাদে জানতে পারি,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি গোডাউনে রাখা আছে।তখন প্রশাসন নিয়ে চাল জব্দ কওে নিয়ে আসি।

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলায় সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র আয়োজনে বরিশাল -২,সংসদীয় আসনের ঊজিরপুর-বানারীপাড়ার মাননীয় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেননের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় আয়োজক আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র বাড়ির আঙ্গিনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সন্নামত, এ্যাডঃ সালাউদ্দিন শিবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ হাজারো নেতাকর্মী। এসময় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

এছাড়া বক্তৃতাকালে আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা,সকলে আমাকে ভোট দিয়েছেন,আমি কৃতজ্ঞ,তবে যড়যন্ত্রের কাছে হেরে গিয়েছি।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমার সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। ভবিষ্যতে আমার কোন সমর্থক বা ভোটারদের উপর হামলা চালানো হলে কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া তিনি আওয়ামী লীগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিয়ে হয়েছে এক বোনের সঙ্গে আর কাগজে কলমে তালাক দিলেন আরেক বোন। এ ঘটনায় গোটা এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামের জয়নাল খানের ছেলে শাকিল হোসেনের সঙ্গে একই গ্রামের আবুল কালাম ফরাজীর মেয়ে আয়েশা বেগমের বিয়ে হয় ১০ মাস আগে। কিন্তু বিয়ের ১১ মাস পর একটি তালাকের সংবাদ সবাইকে অবাক করে দিয়েছে। সুখের সংসারে হঠাৎ স্ত্রীর পক্ষ থেকে তালাকনামা পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে শাকিলের। আরও বড়সড় ধাক্কা খান যখন দেখেন তালাক স্ত্রী আয়েশা দেননি, দিয়েছেন তার বড় বোন সুরাইয়া।

তালাকনামায় আয়েশার জায়গায় কেন তার বোন সুরাইয়ার নাম? সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল, কাগজেকলমে সুরাইয়ার সঙ্গেই বিয়ে হয়েছে শাকিলের। আর তার বোন তথা শ্যালিকাকে স্ত্রী ভেবে করেছেন ১১ মাস সংসার!

এ নিয়ে মহা ঝামেলায় পড়েছেন শাকিল ও তার পরিবার। কারণ, আয়েশার বড় বোন সুরাইয়ার স্বামী ও ২ সন্তান রয়েছে। তাই ভুল শুধরে তাকেও ঘরে নিয়ে আসা সম্ভব নয়। ওদিকে, সংসার করলেও আয়েশার সঙ্গে তো বিয়েই হয়নি শাকিলের। কাগজেকলমে শ্যালিকার সঙ্গে এতোদিন সংসার করেছেন তিনি।

এমন গোলমেলে পরিস্থিতিতে তালাকের কাগজ গ্রহণ করতে রাজি হননি শাকিল।

এ বিষয়ে মোহাম্মদ শাকিল বলেন, বাস্তবে আয়েশার সঙ্গে বিয়ে হয়, তবে কাবিননামায় লেখা রয়েছে আয়েশা নয়; আমার বিয়ে হয়েছে সুরাইয়ার সঙ্গে। তিনি সম্পর্কে আমরা স্ত্রীর (আয়েশার) বড় বোন। বিয়ের পর আয়েশার সঙ্গে ঘর সংসারও করি। তবে দীর্ঘদিন পর আয়েশা আমার সংসার ছেড়ে চলে গেছে। আর সুরাইয়া আমাকে তালাকনামা পাঠিয়েছেন। ওরা ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছে। পরিবারসহ আমার মানসম্মান নষ্ট হয়েছে। সেই সঙ্গে আমি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এর বিচার চাই।

শাকিলের বাবা জয়নাল খান বলেন, বিয়ের সময় কাজীকে যে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে, উনি তা দেখেই লিখেছেন, আমরা তো আর বিষয়টি খতিয়ে দেখিনি। বউ ফিরতিতে বাবার বাড়ি নেওয়ার পর আর তারা দিতে চায়নি। আমি ছেলের বউকে তাদের বাড়ি থেকে কয়েকবার আনতে গেলেও তারা দেয়নি। পরে কাবিননামা তুলে দেখি ছেলের বউয়ের নাম সুরাইয়া লেখা। আর বিয়ের সময় শুনছি বউয়ের নাম আয়েশা।

এদিকে কনের মা বিবি হাজেরা বলেন, আয়েশার বিয়ের কাবিনের কাগজ ওঠানোর পর দেখি সেখানে সুরাইয়ার নাম লেখা। এ ঝামেলা যে কাবিননামা তৈরি করেছে তার কারণে হয়েছে।

আয়েশার বড় বোন সুরাইয়া বলেন, আমার সংসারে দুই সন্তান আছে। কাবিন আয়েশার নামে করার কথা থাকলেও তা আমার নামে করা হয়েছে। কাবিন ওঠানোর পর বিষয়টি আমরা দেখতে পাই। আর এ কাজ কাজী করেছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বিয়ের সময় আয়েশার বয়স ১৮ না হওয়ায় বড় মেয়ে সুরাইয়ার জন্মনিবন্ধন দিয়ে ছোট মেয়ের বিয়ে পড়ানো হয়েছে। আর বিষয়টি মেয়ের পরিবার জানতো। এখন জানাজানি হওয়ায় তার নানান জনের ওপর দোষ চাপাচ্ছে।

এদিকে বিয়ে ও তালাকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়নের কাজী এ কে এম সিরাজুল ইসলাম।

ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজী জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে কিংবা গ্রাম আদালতে কেউ অভিযোগ করেনি। অভিযোগ জানালে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।