নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বরিশালে বিএনপির দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদ্য বিলুপ্ত মহানগর বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে পৃথকভাবে দোয়া-মোনাজাতের আয়োজন করে।
আজ রোববার সকালে সদররোডস্থ দলীয় কার্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া-মোনাজাতে অতিথি হিসাবে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান সহ অন্যানরা।
এদিকে যোহরবাদ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্য়ালয়ে সদ্য বিলুপ্ত বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও বিলুপ্ত কমিটির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদের সঞ্চলনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।