এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর:
বরিশালের উজিরপুর উপজেলায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা।
২২ জানুয়ারি বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের আদম আলী ফকিরের বাড়ী ও সোহেল বয়াতীর বাড়ীর সকলকে খাবারের সাথে নেশা জাতক দ্রব্য মিশিয়ে অচেতন করে চুরির চেষ্টা করার সময় স্থানীয়রা টের পেয়ে চারদিক থেকে ঘিরে ফেলেছে।
এসময় গাজীরপাড় গ্রামের মৃত মতলেব বেপারীর ছেলে বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আক্তার হোসেন বেপারী(৪৫)কে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।চোরচক্রের বাকি ২ সদস্য পালিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায় মৃত আদম আলী ফকিরে স্ত্রী, নাতিসহ ৩ জনকে অচেতন অবস্থায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এছাড়া সোহেল বয়াতীর পরিবারের ৭জনকে অচেতন করেছে চোরচক্ররা। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা প্রক্রিয়াধীন।