TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারের সমর্থনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বরিশাল শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিক মেডিকেল ক্যাম্প আয়োজনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল সদর এলাকায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

মেডিকেল ক্যাম্পে ড্যাব বরিশালের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডাঃ সিরাজুল ইসলাম, পারভেজ রেজা কাকন, মজিবুল হক দোয়েল, ডাঃ নজরুল ইসলাম সেলিম, ডাঃ কবিরুজ্জামান, যুগ্ম মহাসচিব ডাঃ ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমতিয়াজ হোসেন সাজিদ, ডাঃ শাওন বিন রহমান, ডাঃ মাজহারুল রেজওয়ান রেজাসহ বরিশালের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বহু অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পে প্রায় অর্ধসহস্র অসহায় ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও ফ্রি বিতরণ করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মেডিকেল ক্যাম্প আয়োজনে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *