নিজস্ব প্রতিবেদক :
এখনো দেশে অনেক মানুষ না খেয়ে মরছে। অনাহারে দিন যাপন করছে। সেসময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকেরা এদিকে ওদিকে হাঁসের মাংস খেতে যান তাদের কথার প্রতি কতটা গুরুত্ব দেওয়া উচিত। নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন থেকে যায়। এগুলো শুধু পরিস্থিতি জিয়ে রেখে শুধুমাত্র নিজেদের স্বার্থ আদায় করার কথাবার্তা হচ্ছে। আমি মনে করি ভবিষ্যতের রাজনীতিতে এবং নেতৃত্বে ঐ সকল যুবসমাজিই আসবে। এখন থেকেই তাদের উচিত যারা অভিজ্ঞ বয়স্ক তাদের কাছ থেকে শিক্ষা এবং পরামর্শ নিয়ে আচার-আচরণ ঠিক করা বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মোয়াজ্জেম হোসেন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে বলেন, দুটো জিনিস তো সাংঘর্ষিক হতে পারে না। যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে তো ৩শ আসনে প্রার্থী ঘোষণা করার মানেই হয় না। ইতিমধ্যে দেখেছেন যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন তারা তো প্রার্থী ঘোষণাই করে দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন হতে দেওয়া হবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এগুলো তারা বলছেন আবেগে তাদের বয়স কম, দক্ষতা কম থাকার কারণে।
আলাল বলেন, তারেক রহমানের একটি মামলায় আপিল ডিভিশনে শুনানি চলছে। মামলাটি স্পর্শকাতর এই মামলাটি রায় ঘোষণায় যদি খালাস পেয়ে যান তাহলে তারেক রহমান সকল ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হয়ে যাবেন। তারপরই তিনি দেশে ফিরবেন।
ইতিমধ্যে দলের যারা দেশে অরজগতা করে তাদেও অনেককেই বহিস্কার করা সহ আজীবন দল থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি দলের স্থায়ী কমিটির সদস্যরাও কারণ দর্শানোর নোটিশ পায়। সুতারং বিএনপির কেন্দ্রীয় কার্যকালাপ দেশে জনগনের উচিৎ দেশ পরিচালনার দায়িত্ব দেয়া।