খবর ডেস্ক :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, জামায়াতে ইসলামী গ্রামে–মসজিদে গিয়ে মানুষকে বিভ্রান্ত করে “বেহেশতের টিকিট” বিক্রি করে জনগণের সমর্থন পেতে পারবে না।
তিনি বলেন, ৫৫ বছর পর জনগণের কাছে যাওয়ার সুযোগ এসেছে—এ সুযোগ সৎভাবে কাজে লাগাতে হবে এবং অতীত, বিশেষ করে ১৯৭১ সালের ভুলগুলো স্বীকার করা উচিত।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ফারুক অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হোক এবং সে নির্বাচনের মাধ্যমেই জনপ্রিয়তা যাচাই হবে।
ফারুক আরও বলেন, এ সরকার জনগণের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত, তাই নির্বাচন পরিচালনার সুযোগ দিতে হবে। তিনি ধানের শীষের পক্ষে জোয়ার তোলার আহ্বান জানান এবং বিশ্বাস প্রকাশ করেন—তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে অটুট থাকবে।





