নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দুটি ছাগল সদকা করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
মঙ্গলবার সকালে বরিশাল নগরীর রুপাতলী দারুল সুন্নাহ কওমী মাদ্রাসার এতিম শিশুদের মাঝে সদকা হিসেবে ছাগল দুটি বিতরণ করেন তিনি। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মহানগর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জিয়া উদ্দিন সিকদার বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতার জন্য শুধু আমি নয়, সারাদেশের মানুষ দোয়া করছে। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”
অনুষ্ঠানে নেতারা দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করেন।





