TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় বরিশাল প্রেসক্লাব হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জন্য সবাই দোয়া করবেন।

 

অনুষ্ঠানে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *