নিজস্ব প্রতিবেদক :
বরিশালে টেলিভিশন, রেডিও, মাল্টিমিডিয়া ও অনলাইন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন(বিমজা)এর নতুন সদস্য পদ লাভ করেছেন ২০ সংবাদকর্মী। বুধবার রাতে সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিমজা সভাপতি মুরাদ আহমেদ।
এসময় সংগঠনের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন সাধারন সম্পাদক কাওছার হোসেন,নির্বাহী সদস্য ফিরদাউস সোহাগ, জসিম জিয়া, এম মোফাজ্জেল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ সাধারন সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ অমিত হাসান ও প্রচর সম্পাদক আল আমিন জুয়েল প্রমূখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০ জন সংবাদকর্মীকে বিমজার সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিমজার নতুন সদস্যরা হলেন- নিকুঞ্জ বালা পলাশ(গাজী টিভি),সাঈদ মেমন(বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া), মর্তুজা জুয়েল (দিপ্ত টিভি),শাহিন হাসান (বাংলাভিশন), মিথুন সাহা (বৈশাখী টিভি),পারভেজ রাসেল (মাইটিভি), সাঈদ পান্থ (চ্যানেল আই), নজরুল বিশ্বাস (চ্যানেল এস),মুজিব ফয়সাল (এসএ টিভি),আরিফ উল ইসলাম(আরটিভি),নাহিদ(গ্লোবাল টিভি),কমল পুলক(এনটিভি মাল্টিমিডিয়া), খান রুবেল (কালবেলা মাল্টিমিডিয়া), হৃদয় (যমুনা টিভি ক্যামেরাম্যান), শফিক (দেশটিভি ক্যামেরাম্যান) ,জুয়েল রানা(সমকাল মাল্টিমিডিয়া), জুয়েল (প্রথম বার্তা মাল্টিমিডিয়া) এইচআর হিরা (খবর বরিশাল মাল্টিমিডিয়া),পাভেল ফেরদৌস (বরিশাল টিভি মাল্টিমিডিয়া) ও এইচএম হেলাল (ভয়েস অভ বরিশাল মাল্টিমিডিয়া)।






