TT Ads
Spread the love

নাহিদ বিন রফিক :
বিনাধান-২৬’র মাঠ দিবস আজ বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশাল জেলার উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার (অ.দা.) শিশির কুমার বড়াল, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় কৃষক মাহবুবুল আলম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। মাঠ দিবসে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকের উদ্দেশ্যে বলেন, উচ্চ ফলনশীল জাত হিসেবে আপনাদের বিনাধান-২৬’র প্রদর্শনী দেওয়া হয়েছে, যাতে অন্য কৃষকরা দেখে এ জাত সম্পর্কে জানতে পারে। চিকন চাল হিসেবে এই জাতটি সারাদেশে জনপ্রিয়। এটি আগাম ও স্বল্প জীবনকালীন। এর গাছের উচ্চতা কম এবং শক্ত। তাই বাতাসে হেলে পড়ে না। রোগ সহনশীল। তাই দক্ষিণাঞ্চলে এ জাতটি আমন মৌসুমের জন্য বেশ উপযোগী।

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *