TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে “মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন সম্পর্কে সঠিক ধারণা অত্যন্ত জরুরি। কোন দাবি বৈধ বা অবৈধ—তা বোঝার জন্য আইনের জ্ঞান অপরিহার্য। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আইন জানলে যেকোন পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আইনি জটিলতা এড়িয়ে চলার প্রবণতা এখনো অনেক প্রতিষ্ঠানে বিদ্যমান, যা পরিত্যাজ্য। সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হলে তা অবহেলা করা যাবে না; এতে প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারেরও সুনাম ক্ষুণ্ণ হয়।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের পক্ষে সব আইনের ধারা মুখস্থ রাখা সম্ভব নয়। তবে প্রয়োজনের সময় কোন বইয়ের কোন ধারায় তথ্য পাওয়া যাবে—এ বিষয়ে ধারণা থাকা জরুরি। আইন সময়নির্ভর; সঠিক সময়ে সঠিক ধারা উল্লেখ করতে না পারলে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়। তাই আইনের জ্ঞান আত্মবিশ্বাস বাড়ায়, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং জনগণের কাছে রাষ্ট্রের প্রতি আস্থা বৃদ্ধি করে।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *