TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক
বরিশালে মানহীন ও বিপজ্জনক খাবার উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৮ হাজার পিস বিষাক্ত রঙ মিশ্রিত আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ টিম নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন এলাকা ও নিউ সদর রোডে অভিযান চলে। পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।

এনএসআই সূত্র জানায়, দুপুর ১২টায় চৌমাথা এলাকার মুসলিম পাড়ায় অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে মানহীন ও বিষাক্ত রং মিশ্রিত মিষ্টি উৎপাদন এবং কারখানার ভেতরেই শৌচাগার থাকার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে দুপুর ২টার দিকে নিউ সদর রোডের মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অনুমোদনহীন ও বিষাক্ত রং মিশ্রিত আইসক্রিম উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৮ হাজার পিস আইসক্রিম ধ্বংস করা হয়।

এনএসআই জানায়, ভেজাল খাদ্যের বিরুদ্ধে নজরদারির অংশ হিসেবে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের ওপর গোপন পর্যবেক্ষণ চালানো হচ্ছিল। ক্রেতার ছদ্মবেশে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় বিষাক্ত রঙ মেশানোর প্রমাণ মিললে জেলা প্রশাসন ও বিএসটিআইকে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *