TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মধু ও আখের স্বাস্থ্যসম্মত দানাদার উৎপাদনের কৌশল বিষয়ক প্রশিক্ষণ আজ বরিশালের রহমতপুরে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বিএসআরআইর উদ্যোগে এর ক্যাম্পাসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।

বরিশাল উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গনপতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বরিশালের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, বিএসআরআইর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুনির হোসেন, প্রশাসন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরে আলম সিদ্দিকী এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএসবিএফ প্রকল্পের প্রকল্প ইন-চার্জ ড. খন্দকার মহিউল আলম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, গৌরনদীর মধু উদ্যোক্তা মো. সবুজ হাওলাদার, নাজিরপুরের গুড় উৎপাদনকারী মো. নাঈমুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষিতে তরুণদের এগিয়ে আসতে হবে। তাহলেই কৃষি হবে সমৃদ্ধ। তিনি আরো বলেন, উদ্যোক্তা হওয়া কঠিন কাজ নয়। এজন্য পরিকল্পনা এবং ধৈর্যের দরকার। পাশাপাশি প্রয়োজন সততা। ভোক্তাদের বিশুদ্ধ জিনিস খাওয়াতে পারলে, তারাই খুঁজে নিবে বারবার। অনলাইন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য চলে যাবে সারাদেশে। এমন হলে চাকরির প্রয়োজন হবে না। বরং অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

 

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *