TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বরিশালে সদ্য যোগদানকারী বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে মতবিনিময় পর্বে সাংবাদিকরা জেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন চাহিদা ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক তাদের বক্তব্যে বরিশালের উন্নয়ন-অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যম জনস্বার্থে একে অপরের পরিপূরক, তাই তথ্যপ্রবাহ ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সাংবাদিকরা মতবিনিময় সভাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের সভা প্রশাসন ও গণমাধ্যমের সম্পর্ক ও সমন্বয় আরও দৃঢ় করবে এবং জনসেবামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *