নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশালে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারনে তাপমাত্রা কিছুটা কমেছে। এতে ভ্যাপসা গরম কিছুটা কমে স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।
বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। তবে বিকেলের পর থেকে মুষলধারে বৃষ্টি হয়।
বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকা ও মেঘমালা সৃষ্ট হওয়ার কাররনেই বৃষ্টি পাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বরিশালে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ১৬৪ মিলিমিটার বৃষ্টপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবৃষ্টি আরো দুই একদিন থাকতে পারে বলে ধারনা করছে আবহাওয়া অফিস।
এদিকে বৃষ্টির কারনে সড়কে সাধারণ মানুষের চলাচল কমেছে। জরূরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর ধেকে বের হচ্ছেনা। যানবাহনেরও সংকট দেখা দিয়েছে।