TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেছেন, বরিশাল একটি সম্ভাবনাময় অঞ্চল । কৃষি, শিল্প, জ্বালানী, পর্যটন ও রপ্তানীমুখি শিল্পে সব ক্ষেত্রে এখানে বিপুল সম্ভাবনা আছে। সরকারী উদ্যোগের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোগতাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক কাস্টমস দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্থানীয় ব্যবসার সিমাবদ্ধ গন্ডি থেকে বের হয়ে আন্তর্জাতিক বানিজ্যের জন্য মানুষিক আর্থিক এবং লজিস্টিক প্রস্তুতি এখনই নিতে হবে। আমরা যেই ধরনের ব্যবসায় অভস্ত সেই ধরনের ব্যবসাটাকে আরও একটু বড় পরিসরে চিন্তা করতে হবে আন্তর্জাতিক বানিজ্য যদি আমরা এখান থেকে করতে চাই।

“অতন্দ্র প্রহরীর মতো দেশের সুরক্ষায় কাস্টমস” এই প্রতিপাদ্যে বরিশালে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬।

আজ বুধবার সকাল ১১টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের সাউথ গেট কনফারেন্স হলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, বরিশাল-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে অতৃথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল, এনপিপি, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার অরুণ কুমার বিশ্বাস ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার শেখ শামীম বুলবুল, বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুস সালাম, বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এবায়দুল হক চাঁদ।

বক্তারা আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কাস্টমস ব্যবস্থা গড়ে তুলতে দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও আন্তঃসংস্থার সমন্বয় অপরিহার্য। এতে করে রাজস্ব আহরণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *