নিজস্ব প্রতিবেদক :
বরিশাল বিভাগের অভ্যন্তরীণ রুটগুলোর যাত্রীসেবার মানউন্নয়ন, চাঁদাবাজি বন্ধ, চালক, শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ও পরিবহন খাতে নানা সমস্যা নিরসনে গঠন করা হয়েছে বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নতুন কমিটি।
এ উপলক্ষে শনিবার (৫জুলাই) সকাল ১১ টায় রুপাতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংগঠনের কার্যালয় এ অভিষেক অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি জিয়াউদ্দিন সিকদার জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে
পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসিরের সঞ্চালনায় বিভাগের পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলা জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন সহ পাঁচজনকে সহ-সভাপতি, ছয় জনকে যুগ্ম সাধারণ সম্পাদক সহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি জিয়াউদ্দিন সিকদার জানান, যাত্রীসেবার মানউন্নয়ন, চাঁদাবাজি বন্ধ, চালক, শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ও পরিবহন খাতে নানা সমস্যা নিরসনে বিভাগের সকল বাস মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই সংগঠনের লক্ষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বাস যাত্রীদের সাথে মালিক-শ্রমিকদের ভালো সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যই হবে সংগঠনের মূল কাজ। এছাড়াও ব্যবসায়ীরা নির্বিঘ্নে চাঁদাবাজ মুক্ত ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য সকলের ঐক্যবদ্ধ থাকা জরুরী।