পিরোজপুর প্রতিনিধি :
বরিশালে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আঞ্চলিক মহাসমাবেশকে সফল করতে পিরোজপুরে সমমনা ৮ ইসলামী দলের যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতারা আঞ্চলিক মহাসমাবেশ সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ইয়াহিয়া, খেলাফত মজলিসের আহ্বায়ক নাসির উদ্দিন, মুজাহিদ কমিটির সভাপতি আলাউদ্দিন শেখ এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুর রব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—খেলাফত মজলিসের সদস্য সচিব মাসুম বিল্লাহ, জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী নেতা ড. আব্দুল্লাহিল মাহমুদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসেন জুয়েল, জামায়াত নেতা রমজান হোসেন খলিফা, জহিরুল ইসলাম, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।



