TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদী  চিকিৎসকদের সংগঠন ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ড্যাবের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটি ডা. সাজিদ সহ অন্যান্যদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে। ডা.সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদের পক্ষ থেকে তার সমর্থকরা এই সিদ্ধান্তকে “অন্যায় ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক” বলে দাবি করেছে।

 

এ বিষয়ে দলের বিভিন্ন পর্যায় থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, ডা সাজিদ দীর্ঘ ১৯ বছর ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

ঘটনা সূত্রে জানা যায়, ড্যাবের সদস্যপদ পুনর্বহালের প্রক্রিয়ায় সাক্ষাৎকার গ্রহণ পর্বে দুইজন চিকিৎসক—শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. সাইফুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাকির হোসেন, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থি সংগঠন স্বাচিপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ও একই সাথে সাক্ষাতকার গ্রহনের দিনে তাদের সাক্ষাৎকারে না ডাকা সত্বেও তারা সেখানে এসে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের কে বিশৃঙ্খলা সৃষ্টিতে বাধা প্রদান করেন ডা. সাজিদ, ডা শাওন ও ডা. রাকিব সহ বেশ কিছু জাতীয়তাবাদী চিকিৎসক।

 

শের ই বাংলা মেডিকেল কলেজ এর প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী ভাবাদর্শের চিকিৎসক বৃন্দ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা শাওন বিন রহমান ও ডা. রাকিবুজ্জামান এর বিরুদ্ধে গৃহীত স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *