TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুয়াকাটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাতের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সহসভাপতি শাজাহান আকন, যুবদল নেতা আবু হানিফ গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ, শ্রমিক দলের সভাপতি মানিক ফকির, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ ও ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন গণমানুষের নেতা। তার শারীরিক সুস্থতা দেশের মানুষ প্রত্যাশা করে। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে দেশ ও জাতির কল্যাণে আবারও ভূমিকা রাখতে পারেন এ প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভাপতি আব্দুল আজিজ মুসল্লী বলেন,বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেছি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মতিউর রহমান বলেন,জাতির প্রিয় নেত্রী আজ অসুস্থ। তার সুস্থতা কামনায় আমরা সবাই একসঙ্গে দোয়া করেছি এবং সব মানুষের কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি।

দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারি মো. নজরুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *