আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কুয়াকাটা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল-র নেতৃত্বে ৩ ও ৪ নং ওয়ার্ডে আবাসিক হোটেল, দোকানপাটসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, ওলামা দলের সভাপতি মাওলানা মো. ইসমাইল, ৪ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আলম, যুবদল নেতা মিলন মিয়া প্রমুখ।
অন্যদিকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল-এর নেতৃত্বে পৌর বাসস্ট্যান্ড এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাড়িগুলোতে দলীয় ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ভোট চেয়ে প্রচারণা চালানো হয়।
এতে অংশ নেন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,পৌর বিএনপি দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলি হায়দার শেখ,সদস্য সচিব রেদোয়ান ইসলাম রাশেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া পৌর কৃষক দলের সভাপতি আলি হোসেন খন্দকার-এর নেতৃত্বে পৌর এলাকার ২ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রাম ডাক্তার জিএম গনিসহ স্থানীয় নেতারা।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া-র নেতৃত্বেও বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়।
কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার বলেন, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এবিএম মোশাররফ হোসেন, তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দিচ্ছি। আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানিয়েছি। এতে ব্যাপক সারা মিলেছে। আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদী রয়েছি ।
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে মাঠে নেমেছি। ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বিএনপিকে বিজয়ী করতেই আমাদের এই প্রচারণা।
পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক বলেন,আমরা বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সালাম পৌঁছে দিচ্ছি। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লি বলেন,কুয়াকাটার মানুষ পরিবর্তন চায়, মানুষ গণতন্ত্র ফেরত চায়। বিএনপির ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। তাই বাড়ি বাড়ি গিয়ে আমরা সেই দফাগুলো তুলে ধরছি। জনগণের আস্থা ও ভালোবাসা দেখে আমরা আশাবাদী আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে কুয়াকাটাবাসী গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দেবে।






