TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল নীলাঞ্জনা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র  সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,ছাত্রদল সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ আরও অনেকে। অনুষ্ঠানে দেড় শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছিল। প্রকৃত প্রতিবন্ধীরা বঞ্চিত হলেও অনিয়মকারীরা সুবিধা পেয়েছে। নতুন ব্যবস্থায় সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং প্রকৃত প্রতিবন্ধীরা তাদের অধিকার পাবেন।

এসময় বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়া প্রতিবন্ধীদের অধিকার ও সুবিধা নিশ্চিত করেছিলেন। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে প্রতিবন্ধীদের অধিকার আরও সুদৃঢ় করা হবে বলেও জানান তারা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *