আবুল হোসেন রাজু, কুয়াকাটা:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুয়াকাটা পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, মহিলা দল হচ্ছে দলের অন্যতম শক্তিশালী স্তম্ভ। আপনাদের সংগঠিত শক্তি তৃণমূল বিএনপিকে আরও বেগবান করবে।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন রুমা। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা আজ আমাদের সবার হৃদয়ের দাবি ও দোয়া। মহিলা দলকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করতে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
উদ্বোধন করেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নারী নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে শক্তিশালী করাই আজকের চ্যালেঞ্জ।
কুয়াকাটার মহিলা দল ইতিমধ্যেই অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লী। আঃ জলিল হাওলাদার এবং কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদার।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ সাবিনা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক মোঃআবু বকর সিদ্দীক মোল্লা ,যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ, শ্রমিক দলের সভাপতি মানিক ফকির, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ ও ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন, হামিদা সাবেরসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মহিলা দলকে শক্তিশালী করলে পুরো পৌর বিএনপি সংগঠিত হবে। এই সম্মেলন তৃণমূলের কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা যোগ করবে। তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
আলোচনা ও দিকনির্দেশনার মাধ্যমে দ্বিবার্ষিক এই সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।






