মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর:
বরিশালের উজিরপুর উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩৫জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে ।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদের সামনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ২০২৪-২০২৫ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন”শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জেলেদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।