মো. এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজস্বখাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (EPI) ও পরিবার কল্যাণ সহকারীরা (FWA)।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তারা গত নভেম্বর মাসের কার্যক্রমের রিপোর্ট জমা না দিয়ে কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন—পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহামুদ হাসান সবুজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি আনিতা দাস ও পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি মুক্তা খানম।
এসময় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সাগর, পরিবার কল্যাণ পরিদর্শিকা নুপুর রানী সরকার, পরিবার কল্যাণ সহকারী সালমা খানমসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন,“দীর্ঘ ২৬ বছর ধরে আমরা প্রস্তাবিত নিয়োগবিধির বাস্তবায়নের অপেক্ষায় আছি। কিন্তু এখনও তা কার্যকর হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি চলছে এবং তা অব্যাহত থাকবে।”
তারা আরও জানান, নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—হোসেন মো. ইমরান, বিরাজ চক্রবর্তী, বায়জিদ হোসেন, রমেন্দু শেখর হালদার, শিপ্রা রানী, লাকি আক্তার, মনি খানম, নমিতা রানী, ঝুমা রানী দাস, রুমা আক্তার, নাজমা খানম, লুবনা, আশালতা দাস, মুক্তা খানমসহ মাঠ পর্যায়ের সকল কর্মচারী।






