TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে অনুষ্ঠিত হলো উচ্চ গ্রেড স্টিলের মান, বৈশ্বিক মানদণ্ড এবং দেশের নির্মাণ খাতে এর প্রয়োগ নিয়ে জিপিএইচ ইস্পাত আয়োজিত নির্মাণ কর্মশালা। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা ও সেমিনারে বরিশাল বিভাগের শতাধিক প্রকৌশলী অংশ নেন।

কর্মশালার বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর উচ্চমানের স্টিল ব্যবহার করলে ভবনের কাঠামোগত স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি নির্মাণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো যায়। দেশের টেকসই অবকাঠামো উন্নয়নে সঠিক গ্রেডের স্টিল ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।

এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, টেকনিক্যাল মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মো. রুহুল আমিন, রিজিওনাল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, পার্থ কর্মকার, ম্যানেজার, টেকনিক্যাল মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মো. মশিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (চট্টগ্রাম), ইঞ্জিনিয়ার সুব্রত সূত্রধর, টিম কো-অর্ডিনেটর।

কর্মশালায় অংশগ্রহণকারী প্রকৌশলীরা জিপিএইচ ইস্পাতের আধুনিক উৎপাদন প্রযুক্তি, স্টিলের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং নির্মাণে উচ্চ গ্রেড স্টিল ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করেন। শেষে প্রকৌশলীদের উদ্দেশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা নির্মাণখাতে মানোন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *