TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “যারা বাংলাদেশের পরিবেশ অশান্ত করার পাঁয়তারা করছে—তাদের জায়গা বাংলার মাটিতে হবে না।

তিনি আরও বলেন, “আমরা এই দেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছি। চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি, কিংবা মানুষ খুন হওয়ার দৃশ্য দেখার জন্য নেমিনি।”

মঙ্গলবার বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, “আপনারা বহু শাসন দেখেছেন। এবার ইসলামকে সুযোগ দিন। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব। ইসলামপন্থিরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনাখুনি থাকবে না এবং দেশের টাকা বিদেশে পাচার হবে না।

ক্ষমতালোভী রাজনীতিবিদদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, যারা দেশের টাকা পাচার করেছে এবং বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে—তাদের জায়গা বাংলার মাটিতে হবে না।

সমাবেশস্থলে বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন। দুপুরে বেলস পার্ক চত্বরে সমাবেশের পুরো এলাকা ভরে ওঠে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *