নিজস্ব প্রতিবেদক :
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির বরিশাল অফিসের ক্যামেরাম্যান পরিচয়ে প্রতারণা করায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বরিশালের বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করেছে প্রতারক রেজাউল সরদারকে। বানারীপাড়ার চাখার গ্রামের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে রেজাউল।

প্রতারক রেজাউল সরদারের প্রকৃত পেশা বার্নিশ কাঠমিস্ত্রী। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বরিশাল বাইশারী খেয়াপারাপারের সময় ট্রলারে অজ্ঞাত এক ব্যক্তিকে সময় টিভি বরিশাল ক্যামেরাম্যান পরিচয় দেয় রেজাউল। এসময় তার গায়ে একটি সময় টিভির লোগ সম্বলিত টিশার্ট পড়া ছিল। এমনি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অজ্ঞাত ব্যক্তি রেজাউলকে জিজ্ঞেস করলে তিনি ঐ পরিচয় দিলে জেরার মুখে পড়ে রেজাউল। পড়ে বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে প্রতারনার অভিযোগে বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করে।

তবে প্রতারক রেজাউল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।