বরগুনা প্রতিবেদক :
বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটো খালে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেলার আমতলী উপজেলায় শনিবার (২২ জুন ) দুপুর ২টার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি ভেঙে বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটো খালে পড়ে গেছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক :
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির বরিশাল অফিসের ক্যামেরাম্যান পরিচয়ে প্রতারণা করায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বরিশালের বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করেছে প্রতারক রেজাউল সরদারকে। বানারীপাড়ার চাখার গ্রামের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে রেজাউল।

প্রতারক রেজাউল সরদারের প্রকৃত পেশা বার্নিশ কাঠমিস্ত্রী। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বরিশাল বাইশারী খেয়াপারাপারের সময় ট্রলারে অজ্ঞাত এক ব্যক্তিকে সময় টিভি বরিশাল ক্যামেরাম্যান পরিচয় দেয় রেজাউল। এসময় তার গায়ে একটি সময় টিভির লোগ সম্বলিত টিশার্ট পড়া ছিল। এমনি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অজ্ঞাত ব্যক্তি রেজাউলকে জিজ্ঞেস করলে তিনি ঐ পরিচয় দিলে জেরার মুখে পড়ে রেজাউল। পড়ে বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে প্রতারনার অভিযোগে বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করে।

তবে প্রতারক রেজাউল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

 

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া :
ঈদের পঞ্চম দিনে পর্যটকদের পদারচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত। হাজার হাজার পর্যটকের উন্মদনায় প্রানচাঞ্চল্যতা ফিরে পেয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকতে।

ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম থাকলেও শুক্রবার সকাল থেকেই এসকল পর্যটকের আগমন ঘটে। সৈকতের বালিয়াড়িতে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সাথে নেচে গেয়ে হইহুল্লোয় মেতেছেন তারা।

অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ প্রিয়জনদের সাথে সেলফি তুলছেন। পর্যটকদের ভীড়ে বুকিং বেড়েছে আবাসিক হোটেল মোটেল গুলোতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

আগতদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।

পর্যটন সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম ছিল। ঈদের পঞ্চম দিন শুক্রবার জিরো পয়েন্ট থেকে শুরু করে পুরো সৈকতজুড়ে পর্যটকদের পদচারণা। আগত এসব পর্যটকরা আনন্দ উল্লাস ও সমুদ্রস্নানে মেতেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকত সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। একই সাথে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বেচাকেনার ধুম পরে গেছে।

পর্যটক মৌসুমী আক্তার বলেন, ঢাকা থেকে অল্প সময়ের মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এটা মনে হয় কল্পনা। এর আগে কুয়াকাটায় আসেছি, অনেক সময় লেগেছে। সাকাল থেকেই এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। খুব ভালই লেগেছে। পর্যটক তরুনী সাবরিনা সাথী বলেন, সবুজ অরণ্য এবং সমুদ্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে বিমোহিত করেছে। একই সাথে সমুদ্রের ঢেউয়ের সাথে সাঁতার কাটা আসলেই অন্যরকম এক অনুভূতি। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুরসংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখন কুয়াকাটার এ সৈকতে আসতে ঢাকা থেকে কক্সবাজারের চেয়ে কম সময় লাগে। তাই ভ্রমণপিপাসুরা কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

২০ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক আয়োজনে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহন্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি।

এছাড়াও উপস্থিত ছিলেনসাংবাদিক,মুক্তিযোদ্ধা, বিশিস্ঠজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া ৮ শত কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ এবং ৪ শত কৃষকের মাঝে নারিকেল চাড়া বিতরণ করা হয়েছে।

হিজলা প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া গরীব দুস্ত অসহায়দের চাল বেকারীর গোডাউন থেকে উদ্ধার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার সময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইয়াসিন সাদেক সরোজমিনে গিয়ে হরিনাথপুর বাজারে ভাই ভাই বেকারীর গোডাউন থেকে সরকারী চাল জব্দ করে।

পরে জব্দকৃত ৯ মন চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এর নিদের্শে উপজেলা সহকারী ভুমি কমিশানারের হেফাজতে নিয়ে যায়।

জানাযায় প্রধানমন্ত্রী গরীব দুস্ত অসহায় জনগোষ্ঠীর জন্য ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল উপহার দিয়ে থাকেন।

গত শনিবার উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন ওয়ার্ডে ১০ কেজি চাল বিতরণ করছেন।তখন ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ বেপারী পরিষদ থেকে ৯ মন চাল নিয়ে ভাই ভাই বেকারীর গোডাউনে রাখেন।

এ বিষয়ে গোডাউনের মালিক আবদুর রহমান জানায় ঈদের আগের দিন সায়েদ মেম্বার রাতে ট্রলার না পেয়ে এ চাল আমার গোডাউনে রাখেন।

ইউপি সদস্য সায়েদ বেপারী জানায় গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে।সেখানে ৫ জন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল।তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের ভাই ভাই বেকারীর গোডাউনে মালিক আবদুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি।

উপজেলা সহকারী ভুমি কমিশনার ইয়াসিন সাদেক বলেন গোপন সংবাদে জানতে পারি,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের কিছু চাল একটি গোডাউনে রাখা আছে।তখন প্রশাসন নিয়ে চাল জব্দ কওে নিয়ে আসি।

বরিশালের খবর ডেস্ক :
নানা ধরনের খাবারের মাধ্যমে আমাদের শরীর প্রয়োজনীয় উপাদানগুলো গ্রহণ করে। কিন্তু সেইসব উপকারী অনেক কিছুর সাথে সাথে আমরা ক্ষতিকর টক্সিন (ক্ষতিকর কোলেস্টরেল) গ্রহণ করি।

যার কারনে মাথাব্যথা, বদহজম, মুটিয়ে যাওয়া, বিষণ্নতাসহ ত্বকেরও বিভিন্ন ক্ষতি করে এটি।
এইসব খাবার খেলে শরীরে টক্সিন প্রবেশ করে:

• ভাজাপোড়া খাবারে প্রচুর টক্সিন থাকে। যা গ্যাস্ট্রিকসহ, পেটেব্যথা ও ত্বকের ক্ষতি করে

• রেড-মিটেও শরীরের জন্য ক্ষতিকর টক্সিন রয়েছে।

• কফিতে থাকা অতিরিক্ত ক্যাফেইন নেওয়ার ফলে অ্যাড্রিনাল গ্রন্থির কার্যক্ষমতা কমে যায়

• সকালের নাস্তায় হোয়াইট ব্রেড থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যেও রয়েছে টক্সিন

• চিনি হজমে সমস্যা তৈরি করে ও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কৃত্তিম সুইটনারও ক্ষতিকর
• যেকোনো ধরনের সফট ড্রিংকসেই টক্সিন থাকে। যা মাড়ি ও দাঁতের ক্ষতি করে

সুস্থ রাখতে আমাদের শরীরকে টক্সিনমুক্ত রাখতে হবে। মজার বিষয় হচ্ছে খাবারের মাধ্যমেই শরীরে টক্সিন প্রবেশ করে, আবার কিছু খাবারের মাধ্যমেই এই ক্ষতিকর টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়।

টক্সিন দূর করতে যেগুলো খেতে হবে:

• পানি শরীরের ভেতর থেকে টক্সিন খুব সহজেই বের করে দেয় ও বিপাক ক্রিয়ায় সহায়তা করে

• আঙুরে আছে প্রচুর ফাইবার যা টক্সিন দূর করে

• কমলা ও বিটের রস শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর ভিটামিন যা উচ্চরক্তচাপ কমায়, শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

• পুদিনার চা অত্যন্ত স্বাস্থ্যকর একটি পানীয়। এটি হজমে সহায়তা করে ও স্নায়ুতন্ত্রকে শীতল রাখে

• ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ বেদানা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, ক্যানসার প্রতিরোধ করে, হৃদরোগ ও প্রদাহজনিত সমস্যার সমাধান করে।