হিজলা প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপে আলাদা আলাদা কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকাল ১০ টার সময় উপজেলা আওয়মীলীগের ব্যানারে আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাংসদ ড. শাম্মী আহমেদ অনুসারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের নেতৃত্বে খুন্না বাজার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,আমির হোসেন নান্নু মাষ্টার,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার,সাধারন সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান,সাধারন সম্পাদক নিজাম রকি,জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম সরদার ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

অপরদিকে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে স্থানীয় সাংসদ পংকজ নাথ অনুসারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি গ্রুপ উপজেলা সদরে বঙ্গবন্ধু মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একটি র‌্যালী বের করেন।এ সময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইসমাইল হোসেন মাষ্টার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান শান্ত।

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

আজ রোববার (২৩ জুন) সকাল ৬টায় দিবসটি উপলক্ষ্যে নগরের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল ৯টা থেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহেল চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এদিন দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মিনী লুনা আব্দুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় নগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নগরীতে।

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বরিশালে বিএনপির দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদ্য বিলুপ্ত মহানগর বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে পৃথকভাবে দোয়া-মোনাজাতের আয়োজন করে।

আজ রোববার সকালে সদররোডস্থ দলীয় কার্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া-মোনাজাতে অতিথি হিসাবে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান সহ অন্যানরা।

এদিকে যোহরবাদ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্য়ালয়ে সদ্য বিলুপ্ত বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও বিলুপ্ত কমিটির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদের সঞ্চলনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক :
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন। এসি ল্যান্ড ভালো থাকলেও তার অফিসে অনেকেই নানা ভাবে অসৎ কাজ করে যাচ্ছে। এখন সবকিছু দুর্নীতি মুক্ত করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে হবে।

শনিবার (২২ জুন) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক কর্মশালা ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় ভূমি মন্ত্রী আরও বলেন, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে। ভূমি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল কম আছে তা দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। অনেকে জমিজমার বিষয়ে সচেতনতার অভাবে ত্রুটি হচ্ছে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি অফিস দুর্নীতিমুক্ত করা এখন লক্ষ্য। দুর্নীতি যেই করুক এখন ধরা পড়ে যায়। কারণ ভোটার আইডি কার্ডে সবার জমিসহ সব কার্যক্রম রেকর্ড হয়। ফলে দুর্নীতি করে পাড় পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা পদ্ধতিগত (সিস্টেম) পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে এগিয়ে চলেছি। এই উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবস্থাপনার স্মার্ট ডিজিটালাইজেশন বৈধ মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে। এটি অবৈধ দখল রোধ করার পাশাপাশি অসৎ উপায়ে অর্জিত অর্থে ভূমি ক্রয়ের প্রচেষ্টাও প্রতিহত করবে।প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাকে ভূমি মালিকানা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত করার পরিকল্পনা করেছি। এই উদ্যোগ সফল হলে ভূমি সংক্রান্ত অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

ভূমি মন্ত্রণালয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, সচেতন নাগরিকই স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পেলে দুর্নীতি অনেকাংশেই হ্রাস পাবে।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবীব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রশীদ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশালের জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মো: মোজাহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ চার্জ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ভূমি প্রশাসনের অন্যান্য মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করা হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনাসহ অতিথিরা জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ চট্টগ্রাম, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) প্রকল্পের অধীনে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। দক্ষিণ কোরীয় সহায়তায় জিএনএসএস, টোটাল সার্ভে সিস্টেম, ড্রোন, ওরাকল ডাটা ও জিআইএস সফটওয়্যারসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর পাশাপাশি আরও একটি প্রকল্পের মাধ্যমে দেশের আরও ৩২টি উপজেলায় বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) অপারেশন শীঘ্রই শুরু করা হবে।

বরগুনা প্রতিবেদক :
বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটো খালে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

বরগুনা জেলার আমতলী উপজেলায় শনিবার (২২ জুন ) দুপুর ২টার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি ভেঙে বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটো খালে পড়ে গেছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (এনপির) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃর্তি ফুটবল টুর্ণামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২) জুন সকাল ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে টুর্ণামেন্ট প্রস্তুতি কমিটির অঅহবায় ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিনের সভাপতিতে ও বরিশাল মহানগর বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় প্রর্যায়ে আগামী ২৪ জুন সোমবার বঙ্গবন্দু উদ্যান (বেলর্সপার্ক) মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে।

এসময় প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, সাবেক যুগ্ম আহবায়ক একে এম শহিদুল্লাহ,সাবেক মহানগর বিএনপি সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম,মহানগর শ্রমিকদল আহবায়ক ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল বারেক ফরাজী, জেলা বিএনপি সদস্য নাসির হাওলাদার,মহানগর মহিলা দল নেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি,জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান, শামীম আকবর, বরিশাল জেলা ভারপ্রাপ্ত যুবদল সভাপতি মামুন রেজা খান, জেলা ভারপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদল সভাপতি নিজামুর রহমান নিজাম, মহানগর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব খান মোঃ আনোয়ার,মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবীর সহ দক্ষিণ জেলা বিএনপি,মহানগর ও বরিশাল উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য গণ উপস্থিত ছিলেন।

এসময় বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি,বরিশাল উত্তর জেলা বিএনপি ও পটুয়াখালী জেলা বিএনপি সমন্বয়ে লাল ফুটবল টুর্ণামেন্ট গঠন করা হয়। অপর সবুজ দল বরিশালের অন্য জেলার নেতৃবৃন্দের সমন্বয়ে সবুজ দল গঠন করা হয়। আগামী ২৪ জুন বিকাল ৩টায় বেলর্সপার্ক মাঠে লাল দল সবুজ দলের সাথে একে অপরের মুখামুখি হবে। আলোচনা শেষে পরে নেতৃবৃন্দ বেলর্সপার্ক পরিদর্শন করে।

শামীম আহমেদ :
উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই জমে উঠেছে বরিশালের প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারনা আর পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকার প্রতিটি পাড়া ও মহল্লা।

প্রার্থী ও তাদের সমর্থকরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চারজন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও নারিকেল গাছ প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া ও তার সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে ইতিমধ্যে ভোটারদের মন জয় করে নিয়েছেন।

জনগনের মাথার ওপর থেকে ট্যাক্সের বোঝা কমিয়ে দেওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শনিবার সকালে টরকী বন্দরে নির্বাচনী প্রচারে গিয়ে মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইয়া বলেন, বিগত ১৩ বছরে পৌরবাসীর ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।

মহাসড়কের পাশে এবং পবিত্রমত স্থান কসবা হযরত দূত মল্লিক পীর সাহেবের মাজারের পাশে পৌরসভার ময়লা ফেলে পৌরসভাকে একটি ময়লার ভাগাড়ে পরিণত করে রেখেছে। ময়লার দূর্গন্ধে মানুষ চলাচল করতে পারেনা। পৌরসভার গুরুত্বপূর্ন গ্রামগুলোতে সড়ক বাতি নেই, কার্পেটিং সড়কগুলোর বেহাল অবস্থা, নাগরিক সুবিধা তলানিতে পৌঁছেছে। তাই আগামী ২৬ জুন নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করা হলে ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে। পৌর এলাকায় ময়লার ভাগার থাকবেনা। ময়লা অপসারনের জন্য ডাম্পিং ষ্টেশন চালু করা হবে।

কার্পেটিং সড়কের টেকসই মেরামত, সড়ক বাতি স্থাপন সহ শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি গৌরনদীকে একটি মাদক-সন্ত্রাসমুক্ত তিলোত্তমা পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

প্রচারনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, বিশিষ্ট শিল্পপতি এনায়েত করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী হিসেবে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, চামচ মার্কার প্রার্থী শফিকুর রহমান রেজাউল সিকদার ও জগ প্রতিকের প্রার্থী মফিজুর রহমান মিলন।

উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদটি শুণ্য হয়ে পড়ে। পুনরায় মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার। আগামী ২৬ জুন উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার ১৪টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিজস্ব প্রতিবেদক :
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির বরিশাল অফিসের ক্যামেরাম্যান পরিচয়ে প্রতারণা করায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বরিশালের বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করেছে প্রতারক রেজাউল সরদারকে। বানারীপাড়ার চাখার গ্রামের ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে রেজাউল।

প্রতারক রেজাউল সরদারের প্রকৃত পেশা বার্নিশ কাঠমিস্ত্রী। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বরিশাল বাইশারী খেয়াপারাপারের সময় ট্রলারে অজ্ঞাত এক ব্যক্তিকে সময় টিভি বরিশাল ক্যামেরাম্যান পরিচয় দেয় রেজাউল। এসময় তার গায়ে একটি সময় টিভির লোগ সম্বলিত টিশার্ট পড়া ছিল। এমনি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অজ্ঞাত ব্যক্তি রেজাউলকে জিজ্ঞেস করলে তিনি ঐ পরিচয় দিলে জেরার মুখে পড়ে রেজাউল। পড়ে বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে প্রতারনার অভিযোগে বানারীপাড়া থানা ডিবি পুলিশ আটক করে।

তবে প্রতারক রেজাউল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

 

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া :
ঈদের পঞ্চম দিনে পর্যটকদের পদারচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত। হাজার হাজার পর্যটকের উন্মদনায় প্রানচাঞ্চল্যতা ফিরে পেয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকতে।

ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম থাকলেও শুক্রবার সকাল থেকেই এসকল পর্যটকের আগমন ঘটে। সৈকতের বালিয়াড়িতে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সাথে নেচে গেয়ে হইহুল্লোয় মেতেছেন তারা।

অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ প্রিয়জনদের সাথে সেলফি তুলছেন। পর্যটকদের ভীড়ে বুকিং বেড়েছে আবাসিক হোটেল মোটেল গুলোতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

আগতদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।

পর্যটন সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম ছিল। ঈদের পঞ্চম দিন শুক্রবার জিরো পয়েন্ট থেকে শুরু করে পুরো সৈকতজুড়ে পর্যটকদের পদচারণা। আগত এসব পর্যটকরা আনন্দ উল্লাস ও সমুদ্রস্নানে মেতেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকত সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। একই সাথে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বেচাকেনার ধুম পরে গেছে।

পর্যটক মৌসুমী আক্তার বলেন, ঢাকা থেকে অল্প সময়ের মধ্যে কুয়াকাটায় এসে পৌঁছেছি। এটা মনে হয় কল্পনা। এর আগে কুয়াকাটায় আসেছি, অনেক সময় লেগেছে। সাকাল থেকেই এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। খুব ভালই লেগেছে। পর্যটক তরুনী সাবরিনা সাথী বলেন, সবুজ অরণ্য এবং সমুদ্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে বিমোহিত করেছে। একই সাথে সমুদ্রের ঢেউয়ের সাথে সাঁতার কাটা আসলেই অন্যরকম এক অনুভূতি। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুরসংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখন কুয়াকাটার এ সৈকতে আসতে ঢাকা থেকে কক্সবাজারের চেয়ে কম সময় লাগে। তাই ভ্রমণপিপাসুরা কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের জেলা প্রশাসন ঈদ পরবর্তী সড়ক নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার ২১ জুন ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ী বন্ধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণে বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর নির্দেশনায় ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচলানা করা হয়। এ সময় তারা স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করেন।

দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৭টি মামলায় ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে জেলা প্রশাসন।