নিজস্ব প্রতিবেদক :

বরিশালে যুবক কে হত্যা করে অটো ছিনতাই এর অভিযোগ। অপরদিকে আবাসিক হোটেলের রুম থেকে নাইট গার্ডের মরদেহ উদ্দার করেছে পুলিশ।

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক যুবক কে হত্যা করে অটো ছিনতাই এর অভিযোগ উঠেছে। মহাসড়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাকেরগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কাঠের পুল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত অটো চালক পটুয়াখালীর দুমকি উপজেলার চরপাড়া ইউনিয়নের জসিম হাওলাদার এর ছেলে শাকিল হাওলাদার (১৮)।

 

পরিবার সূত্রে জানা যায় শাকিল গত দুইদিন ধরে নিখোঁজ ছিল এ ব্যাপারে দুমকি থানায় একটি সাধারন ডাইরিও করা হয়েছে।

 

আজ তার তার মরদেহ বাকেরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে। এ সময় তাকে সনাক্ত করে পরিবারকে খবর দেয়া হলে শাকিলের পরিবার অভিযোগ করেন তাকে হত্যা করে তার অটো ছিনতাই করা হয়েছে। এটি পরিকল্পিতভাবে হত্যা।

 

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানারওসি সোহেল রানা জানান, ঢাকা বরিশাল মহাসড়কের কাঠেরপুল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম শাকিল। পরিবার তাকে সনাক্ত করেছে। সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল।

ওসি আরো জানায় নিহাতের মুখমণ্ডল থেতলানো এবং হাত পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতন্ত্র শেষে সঠিক কারণ জানাযাবে।

এদিকে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের  রুম থেকে নাইট গার্ডের মরদেহ উদ্দার করেছে পুলিশ।

 

আজ বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ফলপট্টি রোডের আবাসিক হোটেল পার্ক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

 

মরদেহটি ওই হোটেলে কর্মরত নাইট গার্ড আব্দুল হাকিম হাওলাদারের। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কলসকাঠি গ্রামের বাসিন্দা।

 

কোতয়ালী মডেল থানার এস আই মোঃ সেলিম জানায়, রাতে অসুস্থতা বোধ করে হোটেলের একটি রুমে যায় হাকিম হাওলাদার। এর পর ভেতর থেকে কোন সাড়া না পেলে হোটেল কতৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করে। সুরাতাল শেষে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের  উজিরপুর  উপজেলার সন্ধ্যা নদীর শাখা কচা নদীর ওটরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেউরী বাড়ী  সংলগ্ন নদী থেকে
 অজ্ঞাতনামা ( পুরুষ),৩০ বছর বয়সের এক যুবক এর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মরাদেহ উদ্ধার  করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানযায়  স্হানীয়  লোকজন কচা নদীতে ভাসমান অবস্থায় মরা দেহ দেখতে পেয়ে আশপাশের লোকজন ও থানা পুলিশ কে সংবাদ দেয়।
উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় অজ্ঞাতনামা মৃতদেহ নদী হতে উদ্ধার করে। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা ভিকটিমের নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানাযায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম ইসলাম জানান এলাকা বাসি ফোনে জানালে ঘটনা স্হানে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, নাম ঠিকানা জানা যাইনি, মরা দেহ পোস্ট মডেম করার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এরিপোট লেখা পর্যন্ত যুবকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ শারীরিক রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।

দোয়া ও মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার সুস্থতা ও মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ ২৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
পর্যটন নগরী কুয়াকাটায় এই প্রথম আন্তর্জাতিক মানের থাই স্পা সেবা চালু হলো। কুয়াকাটার অভিজাত হোটেল ডি মোর-এ বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রিল্যাক্স থাই স্পা’। এর মাধ্যমে পর্যটকদের জন্য আধুনিক স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

আধুনিক সুযোগ-সুবিধা ও শান্ত পরিবেশে পরিচালিত এই স্পার মূল লক্ষ্য হলো অতিথিদের শরীর ও মনের ক্লান্তি দূর করে নতুনভাবে জীবনচাঞ্চল্য ফিরিয়ে আনা। এখানে থাই ট্র্যাডিশনাল ম্যাসাজ, অ্যারোমাথেরাপি ম্যাসাজ, হট অয়েল ম্যাসাজসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসম্মত ও প্রশান্তিদায়ক সেবা প্রদান করা হবে।

হোটেল ডি মোর  জেনারেল ম্যানেজার জয়নুল আবেদিন জুয়েল বলেন,রিল্যাক্স থাই স্পা শুধু শরীরকে পুনরুজ্জীবিতই করে না, বরং মানসিক প্রশান্তি ফিরিয়ে এনে মনকে সম্পূর্ণ শান্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষিত থেরাপিস্ট ও আন্তর্জাতিক মানের পদ্ধতিতে এখানে সেবা দেওয়া হবে।

স্পা উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে আসা পর্যটক জীবন আহম্মেদ  বলেন,কুয়াকাটায় এমন আন্তর্জাতিক মানের থাই স্পা চালু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সমুদ্রভ্রমণের পর শরীর ও মনকে রিল্যাক্স করার জন্য এটি একটি দারুণ উদ্যোগ। এতে কুয়াকাটায় ভ্রমণের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন,পর্যটন নগরী কুয়াকাটা দিন দিন আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবার দিকে এগিয়ে যাচ্ছে। হোটেল ডি মোরে ‘রিল্যাক্স থাই স্পা’ চালু হওয়া আমাদের পর্যটন শিল্পের জন্য একটি ইতিবাচক ও সময়োপযোগী সংযোজন।

দেশি-বিদেশি পর্যটকদের চাহিদা বিবেচনায় এ ধরনের স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন সেবা কুয়াকাটার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। আমরা আশা করছি, এর মাধ্যমে পর্যটকদের অবস্থানকাল বাড়বে এবং স্থানীয় পর্যটন ব্যবসা আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যতেও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের সেবা সম্প্রসারণে উদ্যোক্তারা এগিয়ে আসবেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,কুয়াকাটা পর্যটন নগরী হিসেবে ক্রমেই আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবার দিকে এগিয়ে যাচ্ছে। ‘রিল্যাক্স থাই স্পা’ চালুর মাধ্যমে পর্যটকদের জন্য নিরাপদ ও মানসম্মত বিনোদন ও স্বাস্থ্যসেবার নতুন সংযোজন হলো। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এসময় উপস্থিত কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,প্রেসক্লাব
সাধারণ সম্পাদক হোসাইন আমির,ট্যুর গাইড সভাপতি কে এম বাচ্চু,অভিনেতা মাসুদ পরবের সাগর, আলমাছ শিকদারসহ পর্যটক, পর্যটন ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘রিল্যাক্স থাই স্পা’ চালুর ফলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে কুয়াকাটার আকর্ষণ আরও বাড়বে এবং পর্যটন শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে শহিদ স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।

 

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সহ সভাপতি এম মোফাজ্জেল, নির্বাহী সদস্য বায়েজিদ পান্নু, প্রচার সম্পাদক দেওয়া মোহন সহ অন্যান্য সদস্যবৃন্দ। তাছাড়া আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবস পালন করে জেলা সাংবাদিক ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে আজ বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্তরে এই দোয়া মোনাজাত ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এসময় সরোয়ার বলেন, পতিত সরকার দেশকে শেষ করে দিয়ে পালিয়েছে। তাদের দোষররা বিভিন্ন যায়গায় অবস্থান করছে।

তিনি বলেন, খালেদা জিয়া রাজপথে আন্দোলন করে প্রধানমন্ত্রী হয়েছেন। গনতন্ত্রের জন্য লড়াই করেছেন। গনতন্ত্রের সাদ দেশের মানুষকে উপহার দিতে চাই। বলেন, বিএনপির একপা রাজপথে আর একপা সংসদে। দেশ নিয়ে চক্রান্ত সহ্য করা হবেনা। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

দোয়া মোনাজাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল হক ফরাজী সহ নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক :

যে বয়সে বেণী দুলিয়ে স্বপ্ন পূরণের কথা -সে বয়সে কিশোরী জুই হাসপাতালের বিছানায় ছটফট করছে। তাকে মরফিন দিয়ে, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তীব্র যন্ত্রণায়, হাসপাতালের বেডে গত তিনদিন ধরে ছটফট করছে সে। জুই বরিশালের, বিশিষ্ট সাংবাদিক, বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব প্রদানকারী, একসময়ে দৈনিক যায় যায় দিন,দৈনিক মানবজমিন এর বরিশাল প্রতিনিধি, বর্তমানে স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন এর বিশেষ প্রতিনিধি -কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার) এর মেধাবী কন্যা।

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মৌমিতা জুঁই, ডান পায়ের হাড়ের ক্যান্সারে( Sarcoma right Tribio)গুরুতর অবস্থায় বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও , ৩/৪দিনের মধ্যে তাকে ঢাকার ক্যান্সার হাসপাতালে ভর্তির নির্দেশনা দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। প্রাথমিকভাবে ঢাকায় স্বনামধন্য চিকিৎসক ডাক্তার কৈরীর অধীনে তার সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

মেধাবী এই শিক্ষার্থীকে সুস্থ করে তোলার জন্য হাড়ের অপারেশন করা প্রয়োজন হবে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এই মুহূর্তে এই গুরুতর চিকিৎসা, ফলোআপ ও আনুষাঙ্গিক পরিচর্যার জন্য অন্তত ১০ লক্ষ(১০ লক্ষ) টাকার জরুরী সহায়তা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক মনিরুল আলম স্বপন।

জুঁই,বরিশালের কালেক্টর স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ছাড়াও, আবৃত্তি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে, তার আকর্ষণীয় উপস্থাপনা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। আগামী ২১ ডিসেম্বর, তার জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

এদিকে জুই কে সহযোগিতার আবেদন জানিয়েছে, বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক সংগঠক সৈয়দ দুলাল জানান, অত্যন্ত মেধাবী, প্রাণবন্ত এই মেয়েটির চিকিৎসা ব্যয়, সাংবাদিক পরিবারটির মেটানো সম্ভব হচ্ছে না। আমাদের সবাইকে, ওর সাহায্যে এগিয়ে আসা ব্যতীত তাকে রোগ মুক্ত করা সম্ভব হবে না -তাই আহবান জানাই -জুই কে বাঁচাতে এগিয়ে আসুন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন “এই প্রাণবন্ত কন্যাটিকে বাঁচাতে বরিশালের সচেতন মহল এগিয়ে আসলে, এই মেয়েটি আবার ঘুরে দাঁড়াতে পারবে -তাই সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে।
বরিশালের প্রবীণ সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল জানান
‘কিশোরী এই কন্যাটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে -যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি ‘

 

আর্থিক সহযোগিতার জন্যে ব্যাংক একাউন্ট :

কে এম মনিরুল আলম
অ্যাকাউন্ট নাম্বার :046031001935
যমুনা ব্যাংক, বরিশাল ব্রাঞ্চ

বিকাশ নম্বর :01712794903

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে কুয়াকাটা বাস টার্মিনাল এলাকা থেকে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ সুজন আকন (২৫)। তিনি বরগুনা জেলার ইটবাড়িয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ বলেন,মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন,আইনের প্রতি শ্রদ্ধা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক :
বরিশালে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দুটি রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ নিরাপদ খাদ্যের সংক্ষিপ্ত আদালত। বিএসটিআই নির্দেশনা না মানা, পোড়া তেলে খাবার প্রস্তুত এবং নিষিদ্ধ কেমিক্যাল সংরক্ষণের অভিযোগে এই জরিমানা করা হয়।

আজ রবিবার বিকেল পাঁচটায় বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হুমাহুম ও খাবার বাড়ি নামের দুটি রেস্তোরাঁয় বিএসটিআই লাইসেন্সের শর্ত লঙ্ঘন, দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে খাবার রান্না এবং নিষিদ্ধ কেওড়া জল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসময় আদালত হুমাহুম ও খাবার বাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা আইন মেনে চলার জন্য রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা সিভিল সার্জন কার্যালয়, বিএসটিআই, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার গোলাম রাব্বি জানায় “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল হাসান জানায় “জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। সকল খাদ্য প্রতিষ্ঠানকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।”

মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বরিশালে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের সূচনা হয়। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। সাধারণ মানুষও এ সময় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা তাঁদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার চেতনাকে বেগবান করেছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর (৫) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শ্রদ্ধা নিবেদন শেষে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের সে পরিকল্পনা ছিল আরও ব্যাপক ও সুদূরপ্রসারী।

তিনি বলেন, কেউ কেউ বিভেদ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। কিন্তু আমাদের ঐক্যের ভিত্তি ১৯৭১, ১৯৯০ ও ২৪ আগস্ট। কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রকে থামাতে পারবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমেই দেশ পরিচালিত হবে।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।