নিজস্ব প্রতিবেদক :
ভোটারদের ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা, হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়েও ঠেকানো গেলেনো বরিশাল জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে।
বুধবার (২৬ জুন) বিকেলে নয়টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৫ হাজার ৭৫৮ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।
ইভিএম’র মাধ্যমে বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোবাইল ফোন মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
বরিশালের খবর ডেস্ক :
বেশ কিছুদিন ধরে বিভিন্ন জেলায় আতঙ্কের নাম হয়ে উঠেছে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’। যা এখন সোশ্যাল মিডিয়ায় ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। তবে এই সাপকে ‘বিদায়’ জানিয়ে নিজেকে ‘ওয়েলকাম’ করে এবার আলোচনায় ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি।
মঙ্গলবার দুপুরে পরীমণি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি’! এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীর এমন স্ট্যাটাসে (অফিশিয়াল পেজ ও আইডি) অন্তত ২০ হাজার মানুষ রিয়েক্ট দিয়েছেন। এছাড়া অনেকেই রহস্যজনক এই পোস্টে মন্তব্যও করেছেন।
যেখানে আদনান আজাদ নামের একজন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের টপিক শেষ, পরীমণিময় বাংলাদেশ’। গোলাম হোসেন নামের আরেকজন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের আজ সোসাল মিডিয়ায় মৃত্যু হলো… স্বাগতম পরিমণী…।’ এসব মন্তব্যে লাইক কমেন্ট করে সমর্থনও জানাচ্ছেন পরী!
এদিকে, মঙ্গলবার সকাল থেকে একাধিক খবরের শিরোনাম হচ্ছেন পরীমণি। এদিন একখবরে দেখা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি। অন্য আরেকটি খবরে দেখা যায়, পরীমনি-কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন!
পৃথক দুটি ঘটনায় সরাসরি যুক্ত পরীমণির নাম! যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সেই বিষয়টিই ইঙ্গিত দিয়ে পরী তার ফেসবুক স্ট্যাটাসে চলমান রাসেলস ভাইপার ইস্যুকে বিদায় জানিয়ে নিজেকেই স্বাগত জানিয়েছেন বলে ধারণা নেটিজেনদের।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
বরিশালের খবর ডেস্ক :
ভারতকে রেলপথ ট্রানজিট দেওয়ার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে না। যারা বিক্রির কথা বলে তারা একাত্তর সালে পাকিস্তানের দালালি করেছিল।
সাম্প্রতিক নয়াদিল্লি সফর নিয়ে মঙ্গলবার (২৫ জুন) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতকে রেলপথ ট্রানজিট সুবিধা দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রেল যোগাযোগ চালুর সমালোচনা হচ্ছে কেন?
জবাবে প্রশ্নকর্তা বলেন, বলা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশের বিক্রির ষড়যন্ত্র চলছে। যারা অপপ্রচার চালায় এটা তাদের মুখরোচক গল্প।
শেখ হাসিনা তখন বলেন, আমার একটা প্রশ্ন আছে। বিক্রির ওজনটা কীভাবে করা হয়েছে? কোনো কিছু বিক্রি হলে তো ওজন মেপে হয়, না? এখন তো ইলেকট্রনিক মেশিন আছে। আগে দাঁড়িপাল্লায় মাপা হতো। তো কীসে মেপে বিক্রি হচ্ছে? আর বিক্রিটা হয় কীভাবে?
তিনি বলেন, যারা বলে বিক্রি হয়ে যাবে তাদের মাথাই ভারতের কাছে বিক্রি করা। সামরিক শাসক জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ওপর দিয়ে ভারতবিরোধী কথা বলেছিল, আর ভেতর দিয়ে তাদের পা ধরে বসে ছিল। এগুলো আমাদের নিজের দেখা ও জানা।
শেখ হাসিনা বলেন, আমাদের স্বাধীন, সার্বভৌম দেশ। যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ। সেই সার্বভৌমত্ব রক্ষা ও স্বকীয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি। এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবচেয়ে বেশি লাভবান আমাদের দেশের মানুষ।
তিনি বলেন, আমাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র আরও উন্মুক্ত হবে। শেখ হাসিনা দেশকে বিক্রি করে না। কারণ আমরা এ দেশ স্বাধীন করেছি। যারা বিক্রির কথা বলে তারা একাত্তর সালে পাকিস্তানের দালালি করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, ট্রানজিট দিলে ক্ষতিটা কী? রেল যেগুলো বন্ধ ছিল তা আমরা আস্তে আস্তে খুলে দিয়েছি। যাতে আমাদের ব্যবসা-বাণিজ্য সহজ হচ্ছে। ওই অঞ্চলের মানুষ উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে। যে সমস্ত জিনিস আমাদের দেশে নেই তা আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা সুবিধা হচ্ছে। আমরা কি চারদিকে দরজা বন্ধ করে বসে থাকব? সেটা হয় না।
শেখ হাসিনা বলেন, ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নেই, তাই বলে একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? একসময় সেখানে নো-ম্যানস ল্যান্ড ছিল। এখন কিন্তু সেসব কিচ্ছু নেই। এখন সেসব উঠে গেছে। দক্ষিণ এশিয়ায় কেন বাধা দিয়ে রাখব? দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, তাদের ভাগ্য পরিবর্তন সব থেকে বেশি প্রয়োজন।
সূত্র : বাংলানিউজ
বরিশালের খবর ডেস্ক :
ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি আগামী ৩০ জুনের মধ্যে এসব একাউন্ট খোলা সম্পর্কিত যাবতীয় তথ্য বিএফআইইউকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিএফআইইউ-এর একটি সূত্র এ তথ্য জানিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনার পর আর্থিক খাতের এ গোয়েন্দা সংস্থা বিএফআইইউ কাজ করছে।
সূত্রটি জানায়, মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী, দ্বিতীয় স্ত্রীর মেয়ে ইফতিমা রহমান মাধুরী, দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত, প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান (ইপসিতা), প্রথম স্ত্রীর ছেলে আহাম্মেদ তৌফিকুর রহমান এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইরফানুর রহমান ইরফানের মোট আটটি ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণীর তথ্য সরবরাহের জন্য নির্দেশ দেয় বিএফআইইউ। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটির পাঠানো এ সংক্রান্ত চিঠি বাংলাদেশে কার্যরত সব শেয়ারবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।
ঈদুল আজহার আগে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউরপুত্র ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন খামার থেকে তার ৭০ লাখ টাকার গরু কেনার খবর বের হয়ে আসে।
এরপর মতিউরের নিজের নামে সহ স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে অঢেল সম্পত্তি, ফ্ল্যাট, প্লট, শুটিং স্পটের বিষয়টি গণমাধ্যমে উঠে আসে।
এরপরই মতিউর রহমানকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বিশ্বাস। মতিউর রহমানকে সরানো হয়েছে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও।
মতিউর, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সূত্র : বাংলানিউজ
নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ এবং খেলাপী ঋণ আদায়সহ পাঁচ দফা দাবীতে বরিশালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
আজ মঙ্গলবার (২৫) জুন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সকাল ১১ টায় পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে শহরের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, শেখ মোঃ টিপু সুলতানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য টি,এম শাজাহান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, জাকির হোসেন, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, বাবুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঘোষিত পাঁচ দফা দাবি অবিলম্বে সরকারকে মেনে নেয়ার জন্য জোর দাবী জানান।
সমাবেশ শেষে বরিশাল নগরীর সদররোড,ফজলুল হক এ্যাভিনিয়,দক্ষিণ চকবাজার,কাটপট্রি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ করে ফকিরবাড়ি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে।
বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ে নিয়ে সপ্তাহখানেক ধরেই জল্পনা চলছিল । তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যায়।
মেহেদির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ-সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে ছবিশিকারিদের।
আর রোববার বিয়ে সারলেন সোনাক্ষী ও জাহির। সাদা পোশাকে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল জুটির। পরিকল্পনামাফিক সাদা শাড়িতে সেজেছিলেন কনে সোনাক্ষী। আর সাদা পাঞ্জাবিতেই দেখা মিলল জহিরের।
জানা যায়, সাত বছর আগে এই দিনেই আলাপ হয়েছিল তাদের। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এই বিশেষ দিনেই বৈবাহিক জীবন শুরু করলেন তারা।
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেও নিয়েছেন নবদম্পতি।
বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য বলিউড তারকারা।
সূত্র : বাংলানিউজ
নিজস্ব প্রতিবেদক :
গৌরনদীর বাটাজোর বাইচখোলা নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ সোমবার সকালে ট্রাক চাঁপায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, ভোরে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।
পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামকস্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়।
এতে ঘটনাস্হলেই মাছ ব্যাবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী ঘটনাস্থলেই নিহত হয়।
নিজস্ব প্রতিবেদক :
ভোলার পূর্ব ইলিশা নৌ থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন পিস্তলের গুলিতে আহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন।
রোববার (২৩ জুন) রাতে আহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থানকালে এ কথা জানান তিনি।
অপরদিকে হাসপাতালে অবস্থানকালে পুলিশ সদস্যের গুলিবিদ্ধের ঘটনায় বিষয়ে পূর্ব ইলিশা নৌ থানার পরিদর্শক (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি কিছুই বলবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে তিনি সাংবাদিকদের দেখে সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার রেখে গাইনি বিভাগের অপারেশন থিয়েটারে গিয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন। পরে সেখানে গণমাধ্যমকর্মীরা গিয়ে তার কাছে বক্তব্য চাইলে তিনি এসপি সাহেবের সাথে যোগাযোগ করতে বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ দিকে ঘটনার বিবরণে বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, ভোলার পূর্ব ইলিশা নৌ থানার এএসআই মোক্তার হোসেন ও একজন ফোর্স ডিউটিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার ওই ঘটনা ঘটে। ওইসময় থানার একটি টেবিলের ওপর চারটি পিস্তল রাখা ছিল, যেখান থেকে এএসআই মোক্তার হোসেন একটি পিস্তল পছন্দমতো নিয়ে যাবেন। পিস্তলটি নেয়ার সময় ট্রিগারে হাত পড়ে যায় এবং মিস ফায়ার হয়ে যায়। আর এতেই গুলিটি তার গায়ে লাগে।
তিনি বলেন, গুলিটি পেটের ডান পাশ থেকে লেগে কোমরের কাছাকাছি বাম পাশ দিয়ে বের হয়ে যায়। এখন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার অপারেশন করছে। দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায়।
ডিউটি সংক্রান্ত বিষয়ে অসন্তোষ নিয়ে থানার পরিদর্শক বা অন্য কারও সাথে মনোমালিন্যের জেরে এ ঘটনা কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যে কথা। সে স্বাভাবিকভাবে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটেছে, আমি নৌ পুলিশের সুপার হিসেব সঠিক তথ্যই উপস্থাপন করছি।
তিনি বলেন, আহত পুলিশ সদস্যের বাড়ি চট্টগ্রামে আর কাপ্তাই লেকে তার ডিউটি পরেছিল। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দায়িত্ব পরে যেটা স্বাভাবিক বিষয়। আর কাপ্তাই লেক গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমাদের অনেক সদস্যের প্রতিবছর দায়িত্ব পরে। আজ কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওয়ানা দিবে বলেও সে প্রস্তুতি নিচ্ছিল। আর এটি কোন বদলি নয়, সে ওই জায়গায় দায়িত্ব পালন করে আবার এখানেই ফিরে আসতো।
এদিকে যে অস্ত্রটি থেকে গুলি বের হয়েছে সেটি লোড করা কেন ছিল, আর কে করলো জানতে চাইলে এসপি বলেন, পিস্তলটি লোড কীভাবে কেন হয়েছে সেটি তদন্তের বিষয়টি আর সে (পুলিশ সদস্য) কেন অসতর্কতা অবস্থায় এটি ধরলো সেটিও খতিয়ে দেখা হবে। অন্য কোন ঘটনা নয়, কেন মিস ফায়ার হলো সেটি অবশ্যই তদন্ত করে দেখা হবে।
আর সেফটি লক করা থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেফটি লক করা থাকলে তো গুলি বের হয়ে আসতো না।
আপাতত পুলিশ সদস্য মুমূর্ষু অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, এখন দোয়া করুন সে জন্য সুস্থ হয়, তারপর আমরা সমস্ত ঘটনা খতিয়ে দেখবো।
উল্লেখ্য রোববার বিকেলে ভোলার পূর্ব ইলিশা নৌ থানার ভেতরে পিস্তলের গুলিতে আহত হয়েছেন ভোলা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোক্তার হোসেন।
সূত্র : বাংলানিউজ




