বিনোদন ডেস্ক :
এই সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি ব্যবসা শুরু করেছেন তিনি।

‘৯০ ডিগ্রি ওয়েস্ট’ নামের জুস বার ও ট্রি হাউস দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতেই বনানী ও উত্তরা আউটলেট দুটি চালু হয়েছে বলে জানান চমক।

এবার আরও একটি সুসংবাদ দিলেন চমক। সেটি হচ্ছে- ব্যক্তিগত জীবনে যুগলবন্দী হতে চলেছেন চমক। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে চমকের। বিশেষ দিনের স্থিরচিত্রই নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, আনন্দঘন সেই দিনে লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। শুধু তাই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন চমক।
সূত্র : বাংলানিউজ

বরিশালের খবর ডেস্ক :
চলতি এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফর শুরু হয়েছিল উত্তর কোরিয়া দিয়ে। ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিম জং উনের নিমন্ত্রণ রক্ষায় সেখানে যান তিনি।

আজ (২০ জুন) বৃহস্পতিবার ভোর রাতে পুতিন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান। বিমানবন্দরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চান হোং হা এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিক লে হাই চুং পুতিনকে স্বাগত জানান। তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

যুক্তরাষ্ট্র পুতিনকে সাদরে বরণ করায় ভিয়েতনামের সমালোচনা করেেছে। ওয়াশিংটনের দাবি, এই সফরে ইউক্রেন আগ্রাসনকে আরও বৈধতা দেয়ার সুযোগ পাবেন পুতিন।
পুতিন এই সফর উপলক্ষ্যে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র নান জানে লেখা এক নিবন্ধে ইউক্রেইনের ‘সঙ্কট সমাধানে একটি বাস্তবসম্মত পথকে’ সমর্থন করায় হ্যানয়ের প্রশংসা করেন।

ইউক্রেইন যুদ্ধের বিষয়ে ভিয়েতনামের ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের প্রশংসা করার পাশাপাশি পুতিন নিজের লেখায় দুই দেশের মধ্যে আর্থিক, জ্বালানি ও বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রগতির কথাও তুলে ধরেন।

বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভিয়েতনাম একটি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে যাকে তারা ‘বাঁশের কূটনীতি’ বলে অভিহিত করে। ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের নিন্দা করেনি ভিয়েতনাম; পশ্চিমা দেশগুলো হ্যানয়ের এ অবস্থানকে ‘ক্রেমলিন ঘনিষ্ঠ’ হিসেবে বিবেচনা করে।

উত্তর কোরিয়া ও রাশিয়া, উভয়েই আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার মুখে থাকলেও ভিয়েতনাম সতর্কতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মিত্রতা গড়ে তুলেছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

বরিশালের খবর ডেস্ক :
আগামীকাল শুক্রবার (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন। বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম সফর।

সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং । সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গত এক দশকে শক্তিশালী আঞ্চলিক অংশীদারত্ব পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু আন্তঃসীমান্ত উদ্যোগ চালু করা হয়েছে।

এটি ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর হবে। তিনি গত ৯ জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ফ্লাইটটি বিকেল ৪টায় (দিল্লির সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনারও পরিদর্শন করবেন।

এরপর তিনি রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

শেখ হাসিনা একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য হায়দরাবাদ হাউসে যাবেন।

উভয়েই সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন। তারা হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ভারতের রাজধানী ত্যাগ করবেন। তিনি রাত ৯টায় ঢাকায় অবতরণ করবেন।

বরিশালের খবর ডেস্ক :

গত কয়েকদিন টানা ভারি বর্ষণের পর গত রাত থেকে বৃষ্টিপাত কমায় সুরমা ও কুশিয়ারাসহ সিলেটের সবকটি নদীর পানি কিছুটা কমেছে। তবে নদীর পানি কমলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। এখনো সিলেট নগর ও জেলার ১৩টি উপজেলায় প্রায় সোয়া ৮ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় ভোগান্তিতে রয়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার্তদের জন্য জেলায় ৬৫৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এখনো সিলেট নগরের সুরমা তীরবর্তী এলাকার অর্ধলাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। অনেকে বাসা-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

উজানে ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকা ও বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল হিসেবে পরিচিত চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাত হলে সিলেটের সুরমা, লোভা, সারি, গোয়াইন, পিয়াইন, ধলাই ও সারিগোয়াইন নদীতে ঢল নামে। অনেক সময় টানা ভারি বৃষ্টিপাত হলে ঢলের তোড়ে উত্তর সিলেটের সীমান্তবর্র্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। সুরমার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলে ঢুকে পড়ে সিলেট নগরেও। আর ভারতের আসামে ভারি বৃষ্টিপাত হলে পানি বাড়তে থাকে কুশিয়ারায়। কুশিয়ারার পানি বেড়িবাঁধ ভেঙে প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় জকিগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায়।

গত কয়েকদিন ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বৃষ্টিপাত হয়। এতে সিলেট নগরসহ পুরো জেলাজুড়ে বন্যা দেখা দেয়। গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও এখনো জেলার প্রধান নদীগুলোর প্রায় সবকটিই বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বন্যা আক্রান্ত উঁচু অঞ্চলের দিকে পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট নগর ও জেলার ১৩টি উপজেলা মিলে পানিবন্দি অবস্থায় রয়েছেন ৮ লাখ ২৫ হাজার ২৫৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত ওসমানীনগর উপজেলায়। ওই উপজেলায় পানিবন্দি রয়েছেন ১ লাখ ৮৫ হাজার জন। এর পরেই গোয়াইনঘাটে বন্যা আক্রান্ত রয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮শ’। এ ছাড়াও সিলেট নগরে ৫০ হাজার জন, সদর উপজেলায় ২৫ হাজার ৬৬৫ জন, বিশ্বনাথে ৪৩ হাজার ৫৬৮ জন, ফেঞ্চুগঞ্জে ১৭ হাজার ১৩৫ জন, দক্ষিণ সুরমায় ২৭ হাজার ৪৫০ জন, বালাগঞ্জে ৬ হাজার ২৯ জন, কোম্পানীগঞ্জে ৯৫ হাজার ৫শ’ জন, জৈন্তাপুরে ৯০ হাজার ১৬০ জন, কানাইঘাটে ৪১ হাজার ১শ’ জন, জকিগঞ্জে ৭৫ হাজার ৪০৯ জন, বিয়ানীবাজারে ২৪ হাজার ৮৫০ জন ও গোলাপগঞ্জে ১৯ হাজার ৫৯০ জন পানিবন্দি রয়েছেন। বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে আনার জন্য সিলেট নগরে ৮০টি ও জেলার ১৩টি উপজেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নগরের আশ্রয়কেন্দ্রে আড়াই হাজার এবং উপজেলাগুলোতে ১৭ হাজার ৪৪৯ জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, বন্যা আক্রান্ত এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস উল্লেখ করে তিনি জানান, আগামী তিনদিন ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পূর্বাভাস সত্যি হলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আজ থেকে আগামী ৩ দিন সিলেটে ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হলেও গত রাত থেকে সিলেটে বৃষ্টিপাত অনেকটা কমেছে। থেমে থেমে হালকা বৃষ্টি হলেও টানা ভারি বর্ষণ হয়নি।

জেলা প্রশাসক আরও জানান, সিলেট নগরীর বরইকান্দিস্থ বিদ্যুৎ উপকেন্দ্রটি বন্যার ঝুঁকিতে পড়েছিল। সুরমা নদীর পানি তীর উপচে ওই এলাকায় প্রবেশ করায় উপকেন্দ্রটি ঝুঁকিতে পড়ে। তবে গত মঙ্গলবার রাত থেকে সেনাবাহিনীর সদস্যরা উপকেন্দ্রটি বন্যামুক্ত রাখতে কাজ শুরু করেন। বর্তমানে বিদ্যুৎ উপকেন্দ্রটি বন্যামুক্ত রয়েছে।

সুরমার পানিতে নগর একাকার:
অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি ছড়া-খাল দিয়ে ও তীর উপচে সিলেট নগরে প্রবেশ করেছে। নগরের পানি সারাবছর ছড়া ও খাল দিয়ে সুরমা নদীতে পতিত হলেও এখন ঘটছে উল্টো। সুরমার পানি প্রবেশ করে নগরের উপশহর, সাদাটিকর, তেররতন, সাদারপাড়া, শিবগঞ্জ, সেনপাড়া, মাছিমপুর, কাস্টঘর, ছড়ারপাড়, চালিবন্দর, কালিঘাট, কামালগড়, তালতলা, তেলিহাওর, জামতলা, মির্জাজাঙ্গাল, শেখঘাট, কাজিরবাজার, দাঁড়িয়াপাড়া, বরইকান্দি, ভার্থখলা, বঙ্গবীররোড, মিরাবাজার, যতরপুর, সোবহানীঘাট, মেন্দিবাগ, কুশিঘাট, কানিশাইল, বনকলাপাড়া, কাজলশাহ, শামীমাবাদসহ শতাধিক এলাকা তলিয়ে গেছে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। ওইসব এলাকার লোকজন বাসা-বাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনদের বাড়ি আশ্রয় নিয়েছেন। কেউ কেউ ওঠেছেন আশ্রয়কেন্দ্রে। নগরের বিভিন্ন এলাকার সড়কে নৌকা চলাচল করতে দেখা গেছে।

নদীর পানি বিপৎসীমার উপরে:
গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও সিলেটের প্রায় সবকটি নদীর পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানি আমলসীদে ৮৭ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১০১ সেন্টিমিটার, শেওলায় ৪২ সেন্টিমিটার ও শেরপুরে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-বরিশাল মহাসড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা নিতে জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল জানায়, অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থা নিতে বরিশাল জেলার জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট চালানো হয়।

এ সময় স্পিডোমিটার দিয়ে গাড়ির গতিসীমা পরীক্ষা করা হয়। পাশাপাশি দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়।

রুটপারমিটবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক ১৩টি মামলায় সাড়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এর আগের দিন ২টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন বরিশালের এ অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের যুব সমাজ দিন দিন যোগ ব্যায়ামের প্রতি ব্যাপক আগ্রহী হচ্ছে। যোগ ব্যায়াম যেমন শরীর সুস্থ রাখে তেমন মনও ভালো রাখতে সহযোগিতা করে।

বুধবার (১৯ জুন) দুপুরে বরিশাল নগরের নতুন বাজার এলাকার অমৃত অঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের শুভ সূচনায় ভারতের সহকারী হাইকমিশনার (খুলনা) সন্দীপ কুমার এসব কথা বলেন।

সন্দীপ কুমার বলেন, ইয়োগার মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিকভাবে ভালো থাকে। এসব কারণে সাম্প্রতিক বছরে বাংলাদেশে যোগ ব্যায়ামের প্রতি মানুষের যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে তা খুবই আশাব্যঞ্জক। মানুষের এমন উপস্থিতি তাই প্রমাণ করেন। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে ভারতীয় হাইকমিশনের আয়োজনে বরিশালে দিনব্যাপী বর্ণাঢ্য অনুশীলন অনুষ্ঠিত হলো। আশা করি ভবিষ্যতে এমন আয়োজন আরও করা হবে।

এবারের আয়োজনের স্লোগান ‘সম্প্রীতি ও শান্তির জন্য যোগ’। যোগ ব্যায়ামের এ আয়োজনে বিভিন্ন বয়সের প্রায় ১২০ জন নারী-পুরুষ অংশ নেন। আর ইয়োগার প্রশিক্ষণ দেন আইজিসিসির ইয়োগা প্রশিক্ষকরা।

যোগ ব্যায়ামে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। ভবিষ্যতে এমন আরও আয়োজন চান তারা।

খুলনার ইয়োগা ভাইব পক্ষে বেনজির জ্যোতি উপস্থিত নারী ও পুরুষদের যোগ বিষয়ে প্রশিক্ষণ দেন। এ প্রশিক্ষণে ২৩ প্রকার বিভিন্ন ধরনের যোগ ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের প্রশিক্ষণ দেন।

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
ঢাকা- বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের সরদার বাড়ির সামনে বরযাত্রীর মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে বরযাত্রী কলেজ পড়ুয়া ছাত্রী নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছে। রাস্তার দুই পাশে ২ ঘন্টা ছিল যানবাহনের দীর্ঘ লাইন ।

উজিরপুর নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন ও উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন ও যানবাহন চলাচল স্বাভাবিক করেন। ১৯ জুন বুধবার দুপুর ২ টার সময় সংঘর্ষে ঘটনা ঘটে।

নিহত ও আহতর পরিবার সূত্রে জানা যায় ঝালকাঠী জেলার কৃষ্ণ কাঠি গ্রামের মো: নুরুল হক হাওলাদারের পূত্র বর মো: রাসেল হাওলাদার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে মো: লিটন ফকিরের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রী বহনকারী ১ টি প্রাইভেট ও ২ টি মাইক্রোবাস গাড়িবহর উজিরপুর থানাধীন আটিপাড়া সাকিনস্থ সরদার বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর পৌছালে বৃষ্টি ও বাতাসের কারনে একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে। গাড়িবহরে থাকা টয়োটা নোহা ঢাকা মেট্রো -চ- ১৩- ৩১০১ মাইক্রোবাস পাশ কাটিয়ে উঠতে গেলে ঢাকা থেকে বরিশালগামী গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব, ১১-৭৯৬৭) তার নির্বাধিত সাইড থেকে ডানে সরে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

মাইক্রোবাসে বরযাত্রী কলেজ পড়ুয়া ছাত্রী ঝালকাঠি জেলার কৃষ্ণ কাঠি গ্রামের আব্দুল জলিলের কন্যা বৃষ্টি আক্তার ( ১৭) সহ ১০/১২ জন আহত হয়। মাইক্রোবাসটি ধুমরে মুছরে যায় এবং বরযাত্রীরা মাইক্রো বাসের মধ্যে আটকা পড়ে যায়।

মাইক্রো ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে ধুমরে মুচরে যাওয়া মাইক্রো বাসের মধ্যে আটকে পড়া বরযাত্রী আহতদের উদ্ধার করেন।

মাইক্রোবাসের বরযাত্রী গুরুতর আহত বৃষ্টি আক্তার সহ আহত অন্য যাত্রীদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়াও গুরুতর আহত হন বরযাত্রী জুয়েল (১৯), মাইক্রোবাস ড্রাইভার মো: আলিফ , বরযাত্রী নাদিম হাওলাদার (৩৫), নাজমুল হাওলাদার(২১), সাকিব (১৯), বাসের ড্রাইভার এরশাদ গুরুতর আহাত হন। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করেন। সামান্য আহত স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন।

নিহত বৃষ্টি বরের সম্পর্কে ভাগ্নি হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মাইক্রোবাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটা খুবই মর্মান্তিক ।

মহাসড়কে দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছিল আমরা তাৎক্ষণিক যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। দুর্ঘটনা ঘটনায় পরিবহনের ড্রাইভারকে আসামি করে নিহতের পরিবারের ভাই বাদী হয় উজিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং নিহতের মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাইওয়ে পুলিশ।

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলায় সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র আয়োজনে বরিশাল -২,সংসদীয় আসনের ঊজিরপুর-বানারীপাড়ার মাননীয় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেননের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় আয়োজক আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র বাড়ির আঙ্গিনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সন্নামত, এ্যাডঃ সালাউদ্দিন শিবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ হাজারো নেতাকর্মী। এসময় সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

এছাড়া বক্তৃতাকালে আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা,সকলে আমাকে ভোট দিয়েছেন,আমি কৃতজ্ঞ,তবে যড়যন্ত্রের কাছে হেরে গিয়েছি।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমার সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। ভবিষ্যতে আমার কোন সমর্থক বা ভোটারদের উপর হামলা চালানো হলে কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া তিনি আওয়ামী লীগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

বরিশালের খবর ডেস্ক :
নানা ধরনের খাবারের মাধ্যমে আমাদের শরীর প্রয়োজনীয় উপাদানগুলো গ্রহণ করে। কিন্তু সেইসব উপকারী অনেক কিছুর সাথে সাথে আমরা ক্ষতিকর টক্সিন (ক্ষতিকর কোলেস্টরেল) গ্রহণ করি।

যার কারনে মাথাব্যথা, বদহজম, মুটিয়ে যাওয়া, বিষণ্নতাসহ ত্বকেরও বিভিন্ন ক্ষতি করে এটি।
এইসব খাবার খেলে শরীরে টক্সিন প্রবেশ করে:

• ভাজাপোড়া খাবারে প্রচুর টক্সিন থাকে। যা গ্যাস্ট্রিকসহ, পেটেব্যথা ও ত্বকের ক্ষতি করে

• রেড-মিটেও শরীরের জন্য ক্ষতিকর টক্সিন রয়েছে।

• কফিতে থাকা অতিরিক্ত ক্যাফেইন নেওয়ার ফলে অ্যাড্রিনাল গ্রন্থির কার্যক্ষমতা কমে যায়

• সকালের নাস্তায় হোয়াইট ব্রেড থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যেও রয়েছে টক্সিন

• চিনি হজমে সমস্যা তৈরি করে ও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কৃত্তিম সুইটনারও ক্ষতিকর
• যেকোনো ধরনের সফট ড্রিংকসেই টক্সিন থাকে। যা মাড়ি ও দাঁতের ক্ষতি করে

সুস্থ রাখতে আমাদের শরীরকে টক্সিনমুক্ত রাখতে হবে। মজার বিষয় হচ্ছে খাবারের মাধ্যমেই শরীরে টক্সিন প্রবেশ করে, আবার কিছু খাবারের মাধ্যমেই এই ক্ষতিকর টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়।

টক্সিন দূর করতে যেগুলো খেতে হবে:

• পানি শরীরের ভেতর থেকে টক্সিন খুব সহজেই বের করে দেয় ও বিপাক ক্রিয়ায় সহায়তা করে

• আঙুরে আছে প্রচুর ফাইবার যা টক্সিন দূর করে

• কমলা ও বিটের রস শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর ভিটামিন যা উচ্চরক্তচাপ কমায়, শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

• পুদিনার চা অত্যন্ত স্বাস্থ্যকর একটি পানীয়। এটি হজমে সহায়তা করে ও স্নায়ুতন্ত্রকে শীতল রাখে

• ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ বেদানা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, ক্যানসার প্রতিরোধ করে, হৃদরোগ ও প্রদাহজনিত সমস্যার সমাধান করে।

লাইফস্টাইল ডেস্ক :

কদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে এই খুশি ঈদ উৎসব উদযাপনে শহর ছেড়ে মানুষ ছুটছে গ্রামে।
কিছু বিষয়ে বাড়িতে যাওয়ার সময়ে থাকতে হবে সতর্ক।
• ছুটিতে গিয়ে সুস্থ থাকা জরুরি। অসুস্থ হয়ে পড়লে ছুটির আনন্দ অনেকটাই কমে যায়
• সুস্থ থাকতে বেড়াতে গেলেও যতটা সম্ভব নিয়ম মেনে চলুন
• ব্যাগ গোছানোর সময় একটা ছোট তালিকা করে নিন। ব্যাগের গায়ে লিখে রাখুন ভেতরে যা রাখছেন। প্রয়োজনীয় কিছু খুঁজতে সময় ও মাথা নষ্ট হবে না
• বেরিয়ে যাওয়ার আগে বাড়ির নিরাপত্তার কথা মাথায় রাখুন। তালা কেনার সময় অবশ্যই মান দেখে নিন।
• নিজের বাড়ি হোক বা অন্য কোথাও বেড়াতে গেলে নিয়ম করে খাওয়া হয় না। অনেক বেশি রিচ ফুড খাওয়া হয়। এদিকটায় খেয়াল রাখতে হবে
• ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম করার অভ্যাস থাকলে, নিয়মিত ব্যায়াম করুন
• কোথাও যেতে হলে কিছুটা পথ হেঁটে গিয়ে গাড়িতে উঠুন
• জার্নির সময় হালকা মশলায় রান্না করা খাবার খান এবং প্রচুর পরিমাণে পানি পান করুন
• রাস্তার কাটা ফল, ফলের রস, কোমল পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলুন। পানির বোতল সঙ্গে রাখুন
• বেড়াতে গিয়ে ঘোরার সময় স্বাস্থ্যকর খাবার সঙ্গে রাখুন যেমন, বাদাম, আপেল। খিদে পেলে এগুলোই খান
• কোনো ওষুধ খেলে পর্যাপ্ত পরিমাণে সঙ্গে নিয়ে নিন
• রাস্তায় নিরাপত্তার জন্য জরুরি নাম্বারগুলো নিয়ে নিন। সব সময় অবশ্যই আইন মেনে চুলন। নিরাপদে ও ‍আনন্দে সবাইকে নিয়ে ঈদের ছুটি উপভোগ করুন।