নিজস্ব প্রতিবেদক :
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জামায়াতের আমির শফিকুর রহমান বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদরাসা প্রাঙ্গণে যান।

এ সময় তিনি গোটা মাদরাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলায় তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত।

২০ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর সরকারী ডাব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খানের সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাখাল বিশ্বাস অপুর্ব, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর মডেল ডাব্লিউ বি ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ খালেক, উজিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো:এমদাদুল কাসেম সেন্টু, বরিশাল জেলা যুব আন্দোলন বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ অনিক গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

ফাইনাল খেলায় উজিরপুর পৌরসভা একাদশ ও শিকারপুর একাদশ অংশ গ্রহন করেন।

উজিরপুর পৌরসভা একাদশ, শিকারপুর একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী একযোগে শুরু হওয়া নতুন ভোটার এবং ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম বরিশালেও শুরু হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

 

এজন্য নির্বাচন কমিশনের প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে তথ্য সংগ্রহকারীগণ। এতে নতুন ভোটার যুক্ত করা ও যারা মৃত্যুবরণ করেছে তাদের তালিকা তৈরী করা হচ্ছে। আর এই কার্যক্রম চলবে ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত।

 

এদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটার করায় খুশি নতুন প্রজন্ম। তারা বলছেন, এটি একটি ভালো উদ্যোগ। পাশাপাশি নিভূল ভোটার তালিকা প্রনয়নে প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাছাই করায় সন্তুষ্ট নতুন ভোটার ও তাদের অভিভাবকেরা।

 

হালনাগাদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করছেন। এতে নতুন ভোটার সংগ্রহ করা হচ্ছে। নাম ও তথ্যে যাতে ভুল না হয় সেজন্য ব্যাক্তির জন্ম নিবন্ধন সনদ, নিকট আত্বিয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, পরিক্ষার সনদ পত্র যাচাই করা হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারী নিজ নিজ এলাকায় ছবি তুলতে পারবেন ভোটাররা।

 

জেলা নির্বচান কমিশন সুত্র জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করতে ইতমধ্যে ১ হাজার ২২৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আর বরিশাল জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ২২ হাজার।

 

অপরদিকে এবিষয়ে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এই কার্যক্রমে এ অঞ্চলে ৫ হাজার ৬শ৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ১ হাজার ৮৬জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। পহেলা জানুয়ারী ২০২৬ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে মূলত তাদের নতুর ভোটার হিসেবে নাম নেয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :
৬৯ গণঅভ্যুথানে শহীদ আসাদ দিবস উপলক্ষে বরিশালে আসাদ পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারি) সকালে নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হল চত্ত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়াজন করে আসাদ পরিষদ। যেখানে শহীদ আসাদের পুষ্পার্ঘ অর্পন করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।

 

পরে সেখানে শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখার সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা বলেন, ৬৯ সালের গনঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আসাদের মৃত্যু স্বৈরাচারী আইয়ূব খানের দ্রুত পতন ঘটিয়েছিল। আসাদ হয়ে ওঠেন পরবর্তী পর্যায়ে সকল আন্দোলন সংগ্রামের উপমা। সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ চেয়েছিলেন স্বৈারাচার মুক্ত শোষনহীন সমাজ। আসাদের আদর্শ ধারন করে তরুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।

 

সভায় বক্তব্য রাখেন, শিক্ষক নেতা অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, মোজাম্মেল ফিরোজ, গনসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা আমিনুর রহমান খান খোকন, আসমত আলী এ কে ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীন সহ অন্যরা।

 

উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের ব্রজমোহন কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক অনুপ রায় অর্নব, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সুজন আহমেদ, ছাত্র ফেডারেশনের জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব মো: নাহিদ ইসলাম, আসমত আলী এ কে ইন্সটিটিউট এর দশম শ্রেণির ছাত্র মাহমুদ আহমেদ প্রমুখ।

মো:এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর :

বরিশালের  উজিরপুর উপজেলায়  “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতা মূলক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসন ও উজিরপুর পৌরসভার আয়োজনে ১৬ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

 

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়।

 

উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ  শীর্ষক কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :

 বরিশালের উজিরপুর উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

 

আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার  সকাল ১০ টায় দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,পৌর বিএনপি আহবায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায়, উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহে আলম,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বরিশালের খবর ডেক্স :

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি ছিলেন বিএনপির এই নেতা। 

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির।

 

এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।

 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

 

নেত্রকোনা-৪ আসনের (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষের মাঝে একধরনের আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে।

 

তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। কারামুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা।

 

লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে। তিনিও জনগণের কাছে ফিরতে উদগ্রীব হয়ে আছেন।

 

২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর।

 

 এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের গৌরনদীতে নিখোঁজ শিশু সাফওয়ানের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।

 

সাফওয়ানের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে গতকাল বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন দাদা বারেক শিকদার। আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

 

গৌরনদী সরিকল তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

এ দিকে, শিশুটির লাশ পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অধিকাংশ সাফওয়ানের মৃত্যুকে স্বাভাবিক নয় বলে মনে করছেন। তারা এই মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নিয়ে পাল্টা সংবাদ সম্মেল করেছে অপর একটি পক্ষ। তাদের দাবি নিবন্ধনকৃত ছাত্রীদের টাকা ফেরত কিংবা শতবর্ষ অনুষ্ঠান উদযাপিত হলেও তাদের কোন সমস্যা নেই। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি  করেন।

 

সংবাদ সম্মেলনে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক

বেগম ফয়জুন নাহার শেলী বলেন, গত ২০২৩ সালে বিদ্যালয়টির শতবর্ষ পূর্ণ হয়। এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর গুটিকয়েক প্রাক্তন ছাত্রী কোন ধরনের পূর্ব আলোচনা ছাড়াই তাদের মতাদর্শের বাইরে সিনিয়র জুনিয়র প্রাক্তন শিক্ষার্থীদের বঞ্চিত করে এক তরফা ভাবে প্রফেসর শাহ সাজোয়াক আহায়ক করে একটি কমিটি গঠন করে নিজেদের খেয়াল খুশি মত তা পরিচালনা করে।

 

শেলী আরও বলেন, প্রফেসর শায় সাজেদা কোন মতাদর্শের দিলেন তা বরিশালবাসীর অজানা নয়। বিগত জাতীয় নির্বাচনে তার ভূমিকা বা গণঅভ্যুত্থানের সময় ফেসবুক পোস্টে তার স্ট্যাটাস এর প্রমাণ। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে কারা একচেটিয়া সুবিধা ভোগ করেছেন আর কারাই বা বঞ্চিত ছিলেন ইতিহাস তার সাক্ষী। তবে জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে আমরা সবাই এই বিদ্যালয়ের ছাত্রী। তাই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের ক্ষেতে এ ধরনের পক্ষপাতীত্বে বেশকিছু প্রাক্তন ছাত্রী মনঃক্ষুণ্ণ হয়। তারা এ নিয়ে কয়েকবার প্রফেসর শাহ সাজেদার বাসায় গেলে কোন ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি তার সভাপতিত্বে বিদ্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে কয়েকজন জুনিয়র ছাত্রী ৬৫র ব্যাচের একজন আপাসহ অনেক সিনিয়র আপাদের নিয়ে অশালীন ভাষায় বক্তব্য রাখে। এরপর বরিশাল-৫ আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্মরণাপন্ন হলে তার পরামর্শে বরগুনা-২ আসনের এমপি এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নাদিরা সুলতানাকে আহ্বায়ক করে একটি সম্মিলিত কমিটি গঠন করে। এই কমিটিতে প্রফেসর শাহ সাজেদাকে যুগ্মআহ্বায়ক এবং তার কমিটির ৭০ ভাগ সদস্য অন্তর্ভুক্ত ছিল।

 

তিনি বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সে কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বরিশালের জেলা প্রশাসকের স্মরণাপন্ন হলে তিনি উভয় পক্ষকে ডেকে সম্মিলিতভাবে আরেকটি নতুন কমিটি গঠন এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০২৪এ কোন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত দেন। ঐ মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন ছাত্রীদের ডাকা দু’ টি সভার পর গত ৫ ডিসেম্বর শেলীকে আহ্বায়ক করে সাতজন যুগ্ম সচিব, দু’জন সদস্যসচিব, দশজন নির্বাহী সদস্য, বিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি এবং বারোটি সাবকমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

এরপর প্রথম কমিটির আহ্বায়ক প্রফেসর শাহ সাজেদা গত ২৪ ডিসেম্বর ভাউচার ছাড়া ৩ লাখ ৪২ হাজার ৯৬০ টাকা ব্যয় এবং ৪৯ লাখ ৬০ হাজার ১৫৩ টাকা সুদ সমেত আয়ের হিসাব এবং ১২টি শর্ত সম্বলিত তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মাধ্যমে নতুন কমিটির কাছে  তাদের ক্ষমতা হস্তান্তর করে। এই বারটি শর্তে নতুন কমিটির হাতে ব্যাংক হিসাব পরিচালনার সার্বিক ক্ষমতা হস্তান্তর করার কথা বলা হলেও তাদের ষড়যন্ত্রের কারণে নতুন কমিটি অর্থের কোন লেনদেন করতে পারনি।

 

বেগম ফয়জুন নাহার শেলী বলেন, গত বুধবার সকালে বরিশাল সোনালি ব্যাংকের ডিজিএম ব্যাংক সমস্যা নিরসনের জন্য উভয় পক্ষকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানালে নতুন কমিটি উপস্থিত থাকলেও প্রফেসর শাহ সাজেদা উপস্থিত হন নি। দ্রুত সম্ভব এ অনুষ্ঠানটি উদযাপনে ইচ্ছুক ছিলেন তারা। কিন্তু বর্তমানে প্রফেসর শাহ সাজেদার দলটি তাদের স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে

অনুষ্ঠানটি বানচাল করতে তৎপর হয়েছে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রফেসর শাহ সাজেদা নিবন্ধনকৃত ছাত্রীদের টাকা ফেরত দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান।

নিজস্ব প্রতিবেদক :

চালের দাম নিয়ন্ত্রন করতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার। চালু রয়েছে ও এম এস। এছাড়া বিদেশ থেকে চাল আমদানীয়ও করা হচ্ছে। এতে বাজারের উপর চাপ কমবে। বাজার স্থিতিশীল থাকবে। বরিশাল বললেন খাদ্য উপদেষ্টা।

 

তিনি আরো বলেন, চাল আমদানী করা হচ্ছে গুদামে ধরে রাখার জন্য নয়। উপজেলাগুলোতে প্রতি কার্যদিবসে ২ মেট্রিকটন করে চাল দেয়া হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে এর পরিমান আরো বাড়ানো হবে।

 

বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ সোমবার বেলা ১২ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা, অর্জন ও এর সুবিধা অসুবিধা সম্পর্কে পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় যোগদেন তিনি।

 

বরিশালের জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভিগের বিভাগীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভা শেষে তিনি বরিশালের ত্রিশ গোডাউন এলাকার নব নির্মিত সাইলো পরিদর্শন করেন।