নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের সংসদীয় ৬ টি আসনে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করেছে প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার প্রচার প্রচারনা শুরু করেন। এসময় তার সাথে জেলা ও মহানগর বিএনপির নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
মজিবর রহমান সরওয়ার বলেন, নির্বাচনী পরিবেশ ফেরাতে যে কোন ব্যবস্থা নেয়া দরকার ভোটের জন্য। অবৈধ্য অস্ত্র উদ্ধার করা ভালো তবে এই অবৈধ্য অস্ত্রের কারনে নির্বাচনি পরিবেশ খারাপ হবে সেটা আমি বিশ্বাস করি না। এবারের নির্বাচন হবে ঈদের সমারহে।
এর আগে সকাল থেকেই ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী বরিশাল নগরীর সদর রোড সহ বিভিন্ন স্থানে প্রচারনা চালনান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর ৫ আসনে মোট প্রার্থী ৬ জন। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লক্ষ ৫০ হাজার ৬১৭ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ৫০ হাজার ৬৭৭ জন।






