TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কিন্তু নির্বাচনের ট্রেন উঠে গেছে ট্র্যাকে। এখন এটিকে ট্র্যাকচ্যুত করতে পারে একমাত্র একটি পক্ষ-রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করেন, তাহলে নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না।

সোমবার (১২ জানুয়ারি) ‘জুলাই অভ্যুত্থান: আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা ও মহানগর কমিটি এ সংলাপের আয়োজন করে।

তিনি বলেন, তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই-এই মানসিকতা থেকে যদি বেরিয়ে আসা যায়, তবে আমরা আশা করতে পারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, আর আমাদের ট্রেনটি রেলস্টেশনে পৌঁছাবে।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বড় বাধা হলো আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন। নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করেছে।

সুস্পষ্টভাবে বলতে গেলে, আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে। একই সঙ্গে আমাদের রাজনৈতিক অঙ্গনও কলুষিত। যত অন্যায়-অবিচার হয়, তা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় হয়। আর বড় বড় দুর্নীতি হয় বড় বড় আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের যোগসাজশে।

তিনি বলেন, তাই নির্বাচনী অঙ্গনকে পরিষ্কার করা দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গনের দুর্বৃত্তদের চালিকাশক্তি হচ্ছে কালো টাকা। এই টাকার প্রভাব দূর করা দরকার। তা দূর করতে হলে নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করার জন্য অনেক সংস্কার দরকার, অনেক আইনি কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীনভাবে গঠিত হওয়ার কথা, যার দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে দেখা গেছে, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্টভাবে গঠন করা হয়েছে। তারা আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। গত ১৬ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য নির্বাচন কমিশনের সংস্কার দরকার, কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে হবে। তাহলেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে।

সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন দলের মনোনীত প্রার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *