TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লোকাল কমিটি গঠন করা হয়েছে। বরিশালের প্রবীণ অর্থোপেডিক সার্জন ডা. কবিরুজ্জামানকে আহ্বায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. আর. তালুকদার মুজিব, অধ্যাপক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জাহিদ হোসেনসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার খ্যাতিমান পেশাজীবীরা।

ফাউন্ডেশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি কাজ করবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক ডা. কবিরুজ্জামান বলেন, “দেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

সদস্য সচিব অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে জনমত গঠন এবং সচেতনতা তৈরিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, বরিশাল বিভাগীয় এই লোকাল কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *