নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সফল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে পথসভায় উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ এর নের্তৃত্বে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
২১ ডিসেম্বর বিকেলে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে পথসভায় ফুলের শুভেচ্ছা বিনিময় করে উজিরপুর উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ,সিনিয়র সহ-সভাপতি এসএম কাইউম,সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মল্লিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো.ফজলুল হক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ সিকদারসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।






