নিজস্ব প্রতিবেদক :
বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজারসহ চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক চারজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে অবৈধ ড্রেজার ও বালু পরিবহনে ব্যবহৃত বাল্কহেড (বলগেট) জব্দ করা হয়।
পরে স্থানীয় ইউপি সদস্য মামুন হুজুরের জিম্মায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া ড্রেজার ও বাল্কহেডের বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে প্রকৃত মালিকদের কাছ থেকে ভবিষ্যতে এসব যন্ত্রপাতি কোনো অবৈধ কাজে ব্যবহার করা হবে না এ মর্মে মুচলেকা নিয়ে তা ছেড়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম। তিনি বলেন, কীর্তনখোলা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও নদী ভাঙন রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।






