নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ শারীরিক রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।
দোয়া ও মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার সুস্থতা ও মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ ২৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






