নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশালে মাঠে নেমেছেন বিএনপির নেতারা। তারই অংশ হিসেবে বরিশাল সদর (৫) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার শুক্রবার ২৭ নং ওয়ার্ডের বারোইজ্যার হাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় সরোয়ার বলেন, বরিশালের মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার জন্য আল্লাহর কৃপা প্রার্থনা করছি।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে তিনি ২৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ কামরুল হোসেনের ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলেও অংশ নেন। সেখানে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
নামাজ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।






