আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির তরুণ নেতৃত্ব, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুয়াকাটায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ডিসেম্বর) মাগরিব নামাজ শেষে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃমাইনুল ইসলাম মান্নান।
দোয়া মাহফিলে মুসল্লিরা শরীফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।






