TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উদযাপন উপলক্ষে বরিশালে উন্নয়ন সংস্থা ওয়াদা এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল–এর সহযোগিতায় “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” শীর্ষক অ্যাডভোকেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বরিশাল শহরে বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিডিএস ক্লাবের সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্পিতা চক্রবর্তী। ওয়াদা সংস্থার প্রোজেক্ট ফোকাল পার্সন মো. আল-আমীন সরদার কর্মশালার সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসি কান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক, স্থানীয় সরকার, বরিশাল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক মেহেরুন নাহার মুন্নি, সেভ দ্য চিলড্রেন বরিশাল বিভাগ ফিল্ড ম্যানেজার মো. আল-আমিন, ব্লাস্ট বরিশাল কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহিদা তালুকদার, বরিশাল উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম ।

এ ছাড়া বরিশালের ৩৫টি নারী সংগঠনের নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন কমিউনিটি থেকে প্রায় ১২০ জন নারী-পুরুষ র‍্যালি ও কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘন। ঘরোয়া নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিয়ে ও মানবপাচার—এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

অ্যাডভোকেসির মূল লক্ষ্য তুলে ধরে বক্তারা জানান, আইন প্রয়োগ শক্তিশালী করা, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, নীতি ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমর্থন গড়ে তোলা, নির্যাতিত নারীদের প্রতি সহমর্মিতা ও সহায়তা বাড়ানো, অনুষ্ঠানে নারীর নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, কমিউনিটি ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *