নিজস্ব প্রতিবেদক
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের নাম ‘বাকসু’ বহাল রাখা ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গোলচত্বরে এই কর্মসূচি পালিত হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
তবে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
আন্দোলনকারী শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘বাকসু’ বিএম কলেজের ৭২ বছরের পুরোনো ঐতিহ্য। বরিশালের ছাত্র রাজনীতির ইতিহাস ‘বাকসু’। হুট করে কেউ এসে ‘বাকসু’ নাম দাবি করবে- তা আমাদের জীবন থাকতে হবে না। এই নাম নিয়ে তারা যদি টানাটানি সিদ্ধান্ত নেয়, তাহলে বরিশালে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
শিক্ষার্থী সুমি হক বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ‘বাকসু’ নিয়ে আন্দোলন করছি। আজকে বাধ্য হয়ে ২ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় করেই ঘরে ফিরব।”
শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে নথুল্লাবাদ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেয় বলে জানান বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি আল মামুনুল ইসলাম।






