নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর দপ্তরখানা এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে টিনশেড চারটি দোকানের সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসও প্রাথমিকভাবে মনে করছে—বৈদ্যুতিক শর্ট সার্কিটই অগ্নিকাণ্ডের কারণ। সৌভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানি ঘটেনি, তবে দোকান মালিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে জানা গেছে।






