TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। দলীয় সূত্রে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মাঝে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। তিনি এলাকায় নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে তার নাম ঘোষণার পর থেকে এলাকায় বইছে “খুশির জোয়ার” এমনটাই জানান স্থানীয় নেতা–কর্মীরা।

ঐতিহাসিকভাবে বরিশাল-৩ আসনটি জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টির দখলে ছিল বিভিন্ন সময়ে। গত কয়েকটি নির্বাচনে এই দুই দলই প্রভাব বিস্তার করলেও দীর্ঘদিন পর বিএনপি সরাসরি দলীয় প্রার্থী দিল এ বিষয়টিকে সংগঠন পুনরুজ্জীবনের সুযোগ হিসেবে দেখছে স্থানীয় বিএনপি।

বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতা–কর্মীরা জয়নাল আবেদীনের পক্ষে প্রচারণা জোরদার করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা এবং এলাকার সঙ্গে প্রার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, “দলের মহাসচিব থেকে শুরু করে সব স্তরের নেতাদের প্রতি কৃতজ্ঞ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।

এদিকে তার মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি–অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরে সভা–সমাবেশ ও মতবিনিময় কর্মসূচি শুরু হয়েছে। নেতা–কর্মীরা বলছেন, দল যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই আসনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে।

বরিশাল-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বিএনপির এই ঘোষণা—এমনই মন্তব্য করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *