নিজস্ব প্রতিবেদক
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর তিন চিকিৎসক নেতার সদস্য স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। তারা হলেন—ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান।
গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ড্যাবের আট চিকিৎসক নেতাকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে ৬ নভেম্বর বহিষ্কৃতদের মধ্য থেকে তিনজন—ডা. সাজিদ, ডা. শাওন ও ডা. রাকিবুজ্জামান—স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে ড্যাব কার্যালয়ে চিঠি জমা দেন। তারা চিঠিতে কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করে ড্যাবের হয়ে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।
৭ নভেম্বর অনুষ্ঠিত ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তাদের আবেদন নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনজনের কর্মকাণ্ডের সামগ্রিক মূল্যায়ন শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুপারিশ গৃহীত হয়। পরবর্তীতে এ সুপারিশ ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হলে তিনি তাদের স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন।
স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে তারা পুনরায় ড্যাবের সব কার্যক্রমে পূর্বের মতো অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।
স্থগিতাদেশ প্রত্যাহারের পর ডা. সাইয়েদ ইমতিয়াজ উদ্দিন সাজিদ বলেন, “আমার প্রতি আস্থা রেখে বহিষ্কারাদেশ প্রত্যাহারের অনুমতি প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, “ড্যাবের লাইফ মেম্বারদের সাক্ষাৎকারকালীন সময়ে দুইজন চিহ্নিত আওয়ামীপন্থী স্বাচিপ চিকিৎসক—ডা. সাইফুল ইসলাম ও ডা. জাকির হোসেনকে প্রতিহত করতে গিয়ে যে অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়েছিল, তার ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হয়।”
ডা. সাজিদ আরও বলেন,“ড্যাব কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমার কঠিন সময়ে পাশে ছিলেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারে ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ আগামী দিনে ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের অনুগত কর্মী হয়ে বিএনপি ও ড্যাবের সকল কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবো।






