TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, “আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আল্লাহতায়ালা কোরআনে দুটি দলের কথা বলেছেন—হিজবুল্লাহ ও হিজবুশ শয়তান। আমরা আল্লাহর দলে থাকতে চাই। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন চালু করি।”
মঙ্গলবার বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা’ দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুজিবুর রহমান বলেন, “আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না। মদিনার ইসলাম কায়েম করতে চাই। সংস্কারের মাধ্যমে সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।

তিনি অভিযোগ করে বলেন, “একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু যারা তাদের সহযোগিতা করেছে—তাদেরকেও নিষিদ্ধ করা উচিত।”
চরমোনাই পীর সম্পর্কে তিনি বলেন, “ছাত্রজীবনে পীর পছন্দ করতাম না। কিন্তু আজ তার পাশে বসে মনে হলো—তিনি শুধু পীর নন, এদেশে ইসলাম প্রতিষ্ঠার মহাবীর।”

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী সমমনা আট দলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “যারা বাংলাদেশের পরিবেশ অশান্ত করার পাঁয়তারা করছে—তাদের জায়গা বাংলার মাটিতে হবে না।
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত করতে আমরা রাজপথে নেমেছি। চাঁদাবাজি দেখার জন্য নয়, মানুষ হত্যার ঘটনা দেখার জন্য নয়। আমাদের সুযোগ দিন—আমরা শান্তি, ন্যায় ও সমৃদ্ধির ইসলামী কল্যাণরাষ্ট্র গড়ে দেব। তখন চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনাখুনি থাকবে না, দেশের টাকা বিদেশেও পাচার হবে না।”

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, “যারা মুখরোচক কথায় ধোঁকা দিয়ে ক্ষমতায় বসে হাজারো মায়ের বুক খালি করেছে—তাদের জায়গা বাংলার মাটিতে হবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন—ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসির আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চাঁন ও মহাসচিব নিজামুল হক নাঈম।

দুপুর ১২টার দিকে সমাবেশ শুরু হলেও বেলা ১১টা থেকেই বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌপথে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে ওঠে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *