TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এখন শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতীক।

শনিবার রাজধানীর মেট্রো লাউঞ্জে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র এবং নারী নেতৃত্ব বিকাশে অপরিসীম ভূমিকা রেখেছেন।”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়া দীর্ঘদিন ধরে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। সাম্প্রতিক সময়ে তাঁকে বাহ্যিকভাবে হাস্যোজ্জ্বল দেখা গেলেও বাস্তবে তাঁর শারীরিক অবস্থা নাজুক বলে মন্তব্য করেন তিনি। রহমাতুল্লাহ বলেন, “বিভিন্ন মামলার মাধ্যমে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে; কিন্তু গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার আজও অটুট।”

বক্তব্যে তিনি স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতৃত্বশূন্য রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার দৃঢ় ভূমিকার কথা। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৯১ সালের নির্বাচন ও পরবর্তী নানা রাজনৈতিক সংকটে তাঁর নেতৃত্ব দেশের গণতন্ত্রচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন রহমাতুল্লাহ।

তিনি বলেন, “দেশের গণতন্ত্রচর্চার যে মূল্যবোধ-চেতনাকে মানুষ ধারণ করে, তার সঙ্গে বেগম জিয়ার নেতৃত্ব গভীরভাবে যুক্ত। তাই তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও সম্পৃক্ত।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন’-এর আহ্বায়ক মো. রেজাউল কবির রেজা। উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সভাপতি ডা. শহীদুল ইসলাম, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, ব্যবসায়ী সহিদুজ্জামান, শেরেবাংলা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল, ছাত্রদল কেন্দ্রীয় নেতা শামীম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লা, রাশেদ খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *