TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। মৃগীসহ বিভিন্ন স্নায়বিক রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এখন থেকে কম খরচে পাওয়া যাবে হাসপাতালটিতে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালের ২য় তলার ২০৩৭ নং কক্ষে ইইজি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।

যুক্তরাজ্যভিত্তিক তাফিদা রাকিব ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে ইইজি মেশিন সরবরাহ করা হয় শেবাচিম হাসপাতালে। মেশিনটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষতা অর্জনের জন্য গত ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ নেন নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক ও দুইজন মেডিক্যাল টেকনিশিয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউরোমেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. কাজী এম. মনিরুল ইসলাম বলেন, “ইইজি পরীক্ষা মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ বিশ্লেষণের মাধ্যমে মৃগী, ঘুমের ব্যাধি, টিউমার, স্ট্রোকসহ বিভিন্ন স্নায়বিক রোগ শনাক্তে অত্যন্ত কার্যকর। সরকারি হাসপাতালে এই পরীক্ষা মাত্র ৬০০ টাকায় হওয়ায় দরিদ্র রোগীরা বিশেষ উপকার পাবেন।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, “আমাদের হাসপাতালে ইইজি মেশিনের অভাব ছিল। আমরা নতুন করে কিনতে উদ্যোগ নিলেও তাফিদা রাকিব ফাউন্ডেশন বিনামূল্যে মেশিন সরবরাহ করায় আমরা কৃতজ্ঞ। এতে দক্ষিণাঞ্চলের অসহায় রোগীরা উন্নত সেবা পাবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট ডা. আশিক দত্ত প্রমুখ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *